ডায়মন্ডহারবার (দক্ষিণ 24 পরগনা), 8 এপ্রিল : শিয়ালদহ দক্ষিণের ডায়মন্ডহারবার লোকালে ঘোড়া (Horse Controversy in Diamond Harbour Local) ৷ বৃহস্পতিবার রাতে এমনই ঘটনার সাক্ষী থেকেছে ওই ট্রেনের যাত্রীরা ৷ ফলে প্রশ্ন উঠছে, ট্রেনের নিরাপত্তা নিয়ে ৷ রেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ৷
গতকাল রাতে লোকাল ট্রেনের কামরায় ঘোড়ার সফরের ভিডিয়ো ভাইরাল হয় (Man Travels with a Horse in Local Train) ৷ ফলে প্রশ্ন উঠতে থাকে যে কীভাবে লোকাল ট্রেনের কামরায় ঘোড়া উঠল ? লোকাল ট্রেনের এক যাত্রী জানান, দক্ষিণ 24 পরগনার বারুইপুর এলাকায় ঘোড়দৌড়ের একটি প্রতিযোগিতা ছিল । সেই প্রতিযোগিতায় অংশ নেয় ওই ঘোড়াটি ৷ তার মালিক ঘোড়াটিকে নিয়ে ডায়মন্ডহারবার শাখার দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে ওঠেন ।
নিত্যযাত্রীরা ঘোড়ার মালিককে আপত্তি জানালেও ঘোড়ার মালিক তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ ৷ শেষে নেতড়া স্টেশনে তিনি ঘোড়া নিয়ে নেমে যান ৷