পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"স্ত্রীকে খুন করেছি ", থানায় আত্মসমর্পণ ব্যক্তির - খুন

লোকটির নাম বাদল বর । গোসাবা থানার জটিরামপুর এলাকায় বাড়ি । কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে । স্ত্রী তাপসী দুই সন্তানকে নিয়ে থাকেন জটিরামপুরেই । গতকাল বাড়ি ফিরেছিল বাদল । তারপর গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় । এরপর যখন বাড়ি ফেরে তখন সঙ্গে ছিল পুলিশ । পরে স্থানীয়রা জানতে পারে, বাদল নিজেই থানায় গিয়ে স্ত্রী তাপসীকে খুন করার কথা জানিয়েছে ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

By

Published : Jan 21, 2020, 8:35 PM IST

গোসাবা, 21 জানুয়ারি : তখন গভীর রাত । থানায় এসে হাজির এক ব্যক্তি । উসকো-খুশকোচুল । চোখে-মুখ ফ্যাকাসে । হঠাৎ বলে উঠলেন, "গ্রেপ্তার করুন । আমি নিজের স্ত্রীকে খুন করেছি ।" ব্যক্তির মুখে এই কথা শুনে হকচকিয়ে উঠলেন থানায় উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীরা । প্রথমে ভেবেছিলেন মানসিক ভারসাম্যহীন । পরে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে আসল সত্য ।

লোকটির নাম বাদল বর । গোসাবা থানার জটিরামপুর এলাকায় বাড়ি । কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে । স্ত্রী তাপসী দুই সন্তানকে নিয়ে থাকেন জটিরামপুরেই । গতকাল বাড়ি ফিরেছিল বাদল । তারপর গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় । এরপর যখন বাড়ি ফেরে তখন সঙ্গে ছিল পুলিশ । পরে স্থানীয়রা জানতে পারে, বাদল নিজেই থানায় গিয়ে স্ত্রী তাপসীকে খুন করার কথা জানিয়েছে ।

পুলিশের কাছে বাদল অভিযোগ করেছে, তাঁর ভিনরাজ্যে থাকার সুযোগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তাপসী । সেই রাগে গলা টিপে খুন করে স্ত্রীকে । যদিও স্থানীয়রা বলছে অন্য কথা । তাদের দাবি, তাপসীর কোনও দোষ নেই । বাদলই মদ খেয়ে এসে মারধর করত স্ত্রীকে । সংসারের জন্য টাকা চাইলে দিত না । তাপসী নিজেই ছাগল, মুরগি বেচে কোনওরকমে দুই সন্তানকে নিয়ে সংসার চালাতেন । গতকাল বাদল বাড়ি ফিরলে তার কাছ থেকে ফের সংসার চালানোর টাকা চান তাপসী । তখন না কি স্ত্রীকে পিটিয়ে খুন করে বাদল ।

পুলিশ তদন্ত শুরু করেছে । গ্রেপ্তার করা হয়েছে বাদলকে । তাপসীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details