পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shootout at Budge Budge: আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, বজবজে চাঞ্চল্য - পৌনে তিনটে নাগাদ বজবজ থানার অন্তর্গত বিবিটি রোডে

রাজ্যে ফের শুটআউটের ঘটনা ৷ দিবালোকে বজবজে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা ৷

Etv Bharat
ভর দুপুরে গুলি চালাল দুষ্কৃতীরা

By

Published : May 3, 2023, 5:16 PM IST

Updated : May 3, 2023, 5:39 PM IST

বাইকে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে ভরদুপুরে চলল গুলি

বজবজ, 3 মে: রাজ্যে ফের শুটআউটের ঘটনা ৷ ভরদুপুরে এবার বজবজে চলল গুলি ৷ ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে আনুমানিক পৌনে তিনটে নাগাদ বজবজ থানার অন্তর্গত বিবিটি রোডে কয়লা সড়কের উপর এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ অল্পের জন্য রক্ষা পান ওই ব্যক্তি ৷ গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় গুলিবিদ্ধকে ৷

জানা গিয়েছে, এদিন বিকালে কয়লা সড়কের উপর ঋণ প্রদানকারী একটি সংস্থার সামনে বছর 40-এর আলতাব উদ্দিন তাঁর এক সঙ্গী আতিয়ার রহমানের সঙ্গে আলিপুর আদালত থেকে ফিরছিলেন ৷ এলাকায় যিনি হুলতাল নামেই পরিচিত ৷ পুলিশ সূত্রে খবর, আলিপুর আদালতে একটি পুরনো মামলার সাক্ষী দিয়ে বজবজ স্টেশনে আসেন আলতাব ৷ সেখান থেকে বাইকে করে নোদাখালী থানার অন্তর্গত চণ্ডীপুরের উদ্দেশে আলতাব যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেখানেই তাঁর বাড়ি বলে জানাচ্ছে পুলিশ। অভিযোগ, বিবিটি রোডে আলতাবের বাইকের পথ আটকে দাঁড়ায় শোবরাজ গাজী নামে এক দুষ্কৃতী।

অভিযোগ, কোনও কিছু বুঝে ওঠার আগেই আলতাবকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে শোবরাজ ৷ বাইক নিয়ে ঘটনাস্থলেই পড়ে যান আলতাব এবং তাঁর সঙ্গী। কয়েক রাউন্ড গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শোবরাজ। আলতাবকে এরপর স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান তাঁর সঙ্গী। সেখানে অবস্থার অবনতি ঘটলে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আলতাবের মুখে একটি গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তবে সমগ্র ঘটনা রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন আলতাব। আলতাবের পাশাপাশি পুরো বিষয়টি জানতে আলতাবের সঙ্গী আতিয়ার রহমানকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বজবজ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ঝরনা মেডিকেল হলের সামনে তৈয়েব মল্লিক এবং সেখ শোবরাজ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে হুলতালকে গুলি করার অভিযোগ উঠেছে। তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকেরি আসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে এসএসকেএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের দাবি, গুলিবিদ্ধ ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, গুলিবিদ্ধ আলতাবের দাবি, রাজনৈতিক রেষারেষিতেই তাঁকে গুলি করা হয়েছে ৷ পাশাপাশি আলতাবের সঙ্গী আতিয়ার জানিয়াছেন, স্থানীয় দুষ্কৃতী শোবরাজ হুলতালকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ৷ হুলতালের মুখে গুলি লেগেছে বলেও জানিয়েছে আতিয়ার ৷

আরও পড়ুন: কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ব্যবসায়ীক যোগ, শিলিগুড়িতে বহুজাতিক সংস্থার অফিসেও হানা কেন্দ্রীয় সংস্থার

Last Updated : May 3, 2023, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details