পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mograhat Gunshot Firing : দিনেদুপুরে মগরাহাটে গুলি করে খুন, আহত 1 - মগরাহাটে গুলিবিদ্ধ হয়ে খুন

দু'জনকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মোয়েজ্জেম ঢালিকে (42) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক (shootout in Mograhat) ৷ জখম 28 বছরের রেজওয়ানকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় ৷

Mograhat Gunshot Firing
Mograhat Gunshot Firing

By

Published : May 4, 2022, 9:38 PM IST

মগরাহাট, 4 মে :খুন, জখম, ধর্ষণ এ রাজ্যে যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ কথায় কথায় গুলি, বন্দুক দেখিয়ে ভয় দেখানো হোক বা ধর্ষণ ৷ সাম্প্রতিককালে এ রাজ্যে ঘটা এধরনের বেশ কিছু ঘটনা আলোড়ন তুলেছে ৷ দিন দুয়েক আগে বহরমপুরে ছাত্রী খুন নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য ৷ এদিকে ঈদের দিন দক্ষিণ 24 পরগনার মগরাহাটে প্রতিবেশির বিরুদ্ধে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ৷ বুধবার বিকেলে ফের খুনের ঘটনা ঘটল মগরাহাটে (shootout in Mograhat) ৷ দিনেদুপুরে এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয় ৷ ঘটনায় আহত হয়েছেন 1 জন ৷

ঘটনাটি বুধবার বিকেলের ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুদের কারবার নিয়ে মোয়েজ্জেম ঢালি এবং রেজওয়ান ঢালি নামে দু'জনের সঙ্গে বন্ধু বা প্রতিবেশি গোছের কারও সঙ্গে বচসা চলছিল ৷ সেই সময়ই এক যুবক গুলি চালায় ৷ গুলিবিদ্ধ হন মোয়েজ্জেম এবং রেজওয়ান ৷ দু'জনকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মোয়েজ্জেম ঢালিকে (42) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ জখম 28 বছরের রেজওয়ানকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় ৷

দিনেদুপুরে মগরাহাটে গুলি করে খুন

আরও পড়ুন :Magrahat Murder : পুরানাে শত্রুতার জেরে মগরাহাটে প্রতিবেশীকে খুন, গ্রেফতার 2

এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কী কারণে গুলি চালানো হল তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ এদিন ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দে এবং মগরাহাট থানার পুলিশ । ডায়মন্ড হারবারের এসডিপিও জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশের জেরে গুলি চালানো হয়েছে ৷ খুনের নেপথ্যে থাকতে পারে সুদের কারবারের মতো বিষয় । মোটা টাকা পাওয়ার আশা চড়া সুদে টাকা ধার দেওয়া হয় । কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা মেলেনি । সেই ক্রোধেই খুন বলে অনুমান ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details