সোনারপুর, 15 সেপ্টেম্বর :নিজের ভাগ্নিকে অপহরণ (Uncle Raped Niece) করে লুকিয়ে রেখে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ ৷ নাবালিকাকে অপহরণ ও যৌন নির্যাতন মামলায় মামাকে দোষী সাব্যস্ত করল আদালত । 10 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে বারুইপুর আদালত (Baruipur Court)।
সোনারপুর এলাকা থেকে নাবালিকাকে প্রথমে অপহরণ করা হয় । ছাত্রীর খোঁজ না-পেয়ে তার পরিবারের লোকজন থানায় ডায়েরি করেন । এরপর দীর্ঘদিন খোঁজখবর চালিয়ে বারাসতের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসতের একটি ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন একাদশ শ্রেণির পড়ুয়াকে যৌন নির্যাতন করত তার মামা ।
এ দিন দোষী সাব্যস্ত সেই মামার সাজা ঘোষণা করল বারুইপুর আদালত । তাকে 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত । অনাদায়ে আরও 1 বছরের সাজা ঘোষণা করা হয় । এ ছাড়াও নির্যাতিতাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন:Telangana Rape: শিশু ধর্ষণ-খুনে উত্তপ্ত তেলাঙ্গানা, অভিযুক্তের খোঁজে 10 লাখ পুরস্কার ঘোষণা
ঘটনাটি ঘটেছিল 2019 সালের 28 অগস্ট ৷ সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি । বাড়িতে সে বলে যায়, কয়েকটা নোটের ফোটোকপি করতে হবে । তাই একটা দোকানে যাচ্ছে সে । কিন্তু আর সে বাড়ি ফেরেনি । এরপরই পরিবারের তরফে দায়ের করা হয় অপহরণের অভিযোগ ।