রায়দিঘি, 18 মে : জোয়ারের জলে কাঁকড়া ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে রায়দিঘির দক্ষিণ কনকন দিঘি মুন্ডাপাড়া এলাকায় । স্বামী-স্ত্রী এক সঙ্গে কাঁকড়া ধরার সময় তলিয়ে যান স্বামী ৷ পরে উদ্ধার হয় দেহ (Man drowned while catching crabs at Raidighi) ৷
প্রতিদিনের মতো মঙ্গলবারও স্বামী অসিত সর্দারের (36) সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ৷ স্বামী কাঁকড়া ধরছিলেন আর স্ত্রী আদুরি তা বাছাই করে রাখছিলেন ৷ স্বামীর দিকে অতটা খেয়াল করেননি ৷ এরপর বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর সবাই একে একে ফিরে এলেও স্বামী না ফিরে আসায় চিন্তায় পড়েন ৷ চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করেন আদুুরি ৷ সঙ্গে আসা মৎস্যজীবীদেরও চিৎকার করে স্বামীর কথা জিজ্ঞাসা করেন ৷ এরপরই খোঁজ করতে থাকে সকলে ৷ খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরে ৷ শত খোঁজাখুঁজির পর অবশেষে 24 ঘণ্টা পর বুধবার দেহটি উদ্ধার করা হয় ৷ জোয়ারের জলেই দেহটি তলিয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে ৷ ঘটনাটি ঘটেছে মথুরাপুর দু'নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার দক্ষিণ কনকন দিঘি মুন্ডাপাড়া এলাকায় ।
আরও পড়ুন :Moushuni Island : জোয়ারের জলে প্লাবিত মৌসুনি, ভরা মরসুমে মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের