পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Dies of Snake Bite : মনসা পালা গান মঞ্চে কেউটের ছোবলে মৃত্যু গাইয়ের

চিকিৎসকদের চেষ্টা সত্বেও বাঁচানো সম্ভব হয়নি ওই ব্যক্তিকে, খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলেই গেল প্রাণ (Man Dies of Snake Bite) ৷

By

Published : Mar 31, 2022, 9:43 PM IST

man died byte snake bite
মনসা পালা গান করতে গিয়ে কেউটের ছোবলে মৃত্যু ব্যক্তির

ক্যানিং, 31 মার্চ: বিষধর কেউটে নিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির (Man Dies of Snake Bite) ৷ মৃতের নাম গোপাল অধিকারী (41) ৷ তাঁর বাড়ি ক্যানিং থানার থুমকাঠি এলাকায় ৷ বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির পিয়ালি এলাকায় ৷ জানা গিয়েছে, এদিন ওই এলাকার মানুষের মনোরঞ্জন করতে সাপ নিয়ে মনসা পালা গান করছিলেন ওই ব্যক্তি ৷ তখনই কেউটের ছোবল খান তিনি ৷ দ্রুত তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শুরু হয় তাঁর চিকিৎসা ৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন : কাকুলিয়ায় ঝুপড়িতে আগুন

হাসপাতালের চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন মৃতপ্রায় অবস্থাতেই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ৷ সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হলেও বাঁচানো সম্ভব হয়নি ৷ তিন ঘণ্টা পর মারা যান গোপাল অধিকারী ৷ বিষধর সাপ নিয়ে এভাবে পালা গান বা খেলা না দেখানোর অনুরোধ করেছেন চিকিৎসকরা ৷ জানা গিয়েছে, প্রথম মৃতের পরিবারের এই ঘটনা অস্বীকার করে ৷ তারা জানায়, মাঠে ঘাস কাটতে গিয়ে কেউটের ছোবল খেয়েছিলেন গোপাল অধিকারী ৷ পরে আসল ঘটনা সামনে আসে ৷ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details