ক্যানিং, 23 ডিসেম্বর : ক্যানিংয়ে প্রকাশ্যে খুন এক ব্যক্তি । বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার কালী মন্দির এলাকায় । মৃত ব্যক্তির নাম প্রদীপ হালদার । পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরেই এই খুন (man killed in Canning) ।
বছর দুয়েক আগে বিশ্বজিৎ হালদার নামে স্থানীয় এক যুবক খুন হন ৷ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল প্রদীপ হালদার । সেই ঘটনার পাল্টা এই খুন হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান (Canning Murder) । তবে এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷