সোনারপুর, 16 জুলাই : ভিডিয়ো কলে স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে আত্মঘাতী হলেন যুবক । শুক্রবার উদ্ধার হয় যুবকের দেহ । বাইপাস সংলগ্ন একটি বাগান থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ । ঋণের দায়ে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের । সোনারপুরের বেনেচাঁদনি এলাকার ঘটনা ৷
গত সোমবার ভিডিয়ো কলে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান (35) । কথা বলতে বলতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি । যদিও পরিবারের দাবি, তিনি আত্মঘাতী হয়েছেন তা তাঁরা বুঝতে বুঝতে পারেননি ৷ তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ যুবকের দেহ উদ্ধার করে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে জরিনা বিবির সঙ্গে বিয়ে হয় মিজানুরের । তাঁদের এক কন্যাও রয়েছে । আগে দিনমজুরের কাজ করতেন মিজানুর । কিন্তু লকডাউনে কাজ চলে যায় । সংসার চালাতে তাই ছোটখাটো ব্যবসা করবেন বলে ঠিক করেন । ব্যবসার জন্য একটি বেসরকারি সংস্থা থেকে মিজানুর ঋণ নিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ । কিন্তু ব্যবসায় ক্ষতি হওয়ায় কিস্তির টাকা মেটাতে পারছিলেন না । টাকার জন্য ওই সংস্থা মিজানুরের উপর চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ । তাতেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি । সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের সন্দেহ ।
আরও পড়ুন: 3 বছরের ছেলেকে রেখে মালদায় আত্মঘাতী দম্পতি, ধন্ধে পরিবার
সোনারপুর থানার পুলিশ জানিয়েছে, সোমবার বাড়ি থেকে কিছুটা দূরের একটি বাগানবাড়ি থেকে প্রথমে এক প্রতিবেশী বন্ধুকে ভিডিয়ো কল করেন মিজানুর৷ তার পর স্ত্রীকে ভিডিয়ো কল করেন ৷ এবং কথা বলতে বলতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন । পরে পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে । কিন্তু লাভ হয়নি । ভিডিয়ো কলে কথা বললেও স্বামী কোথা থোকে কথা বলছেন জরিনা তা বুঝতে পারেননি । ফলে সোনারপুর থানার দ্বারস্থ হন পরিবারের লোকেরা । এর পরই এদিন মিজানুরের দেহ উদ্ধার হয় । ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ ।