পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুই পোষ্যকে গুলি করে মেরে আত্মঘাতী ব্যক্তি - পোষ্যকে গুলি করে মেরে আত্মঘাতী ব্যক্তি

দুই পোষ্যকে গুলি করে মারেন এক ব্যক্তি । তারপর নিজেও আত্মঘাতী হন ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 18, 2019, 12:24 PM IST

Updated : Jul 18, 2019, 3:35 PM IST

জয়নগর, 18 জুলাই : দুই পোষ্যকে গুলি করে মারার পর নিজেও আত্মঘাতী হলেন এক ব্যক্তি । দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার নারায়ণীতলার ঘটনা । মৃতের নাম শুভঙ্কর রায়চৌধুরি (47) । দেনা শোধ করতে না পারায় তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ।

শুভঙ্করের স্ত্রী শম্পা রায় চৌধুরি বলেন, সকালে ঘুম থেকে উঠে গুলির আওয়াজ পেয়ে নিচে নেমে দেখেন স্বামী এবং তাঁর দুই পোষ্য রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । দুই পোষ্যকে মেরে তাঁর স্বামী নিজে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন তিনি ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে শুভঙ্কর পেশায় অটোচালক । তাঁর বাবার নামে একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে আছে । সম্প্রতি শুভঙ্কর দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন । সময় মতো প্রিমিয়াম না দেওয়ায় গতকাল অর্থলগ্নি সংস্থা থেকে তাঁর অটোটিও নিয়ে যাওয়া হয় । এরপর তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন ।

দেখুন ভিডিয়ো

শুভঙ্করের তিন বছরের শিশুকন্যা আছে । মা-বোন-স্ত্রী-কন্যাকে নিয়ে সংসার তাঁর । একদিকে প্রচুর দেনা এবং অপরদিকে তাঁর অটোটি অর্থলগ্নি সংস্থা তুলে নেওয়ায় অবসাদে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে । জয়নগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । সেই সঙ্গে যে বন্দুকের মাধ্যমে শুভঙ্কর তাঁর দুই পোষ্যকে মেরেছে এবং নিজেও আত্মঘাতী হয়েছেন সেই বন্দুকটির লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Jul 18, 2019, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details