ডায়মন্ড হারবার, 13 জুলাই : প্রেমিকার বাড়ির অদূরে উদ্ধার হল যুবকের দেহ । বিবাহিত এই মহিলার সঙ্গে যুবকের সম্পর্ক দীর্ঘদিনের ৷ এই ঘটনায় অনুমান করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে যুবককে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের চাঁদনগরে । ডায়মন্ড হারবার থানার পুলিশ এই মহিলা এবং তার স্বামীকে গ্রেফতার করেছে ৷
মগরাহাট-1 নম্বর ব্লকের উস্তির খেলারামপুরের বাসিন্দা বছর একত্রিশের পল্টু পুরকাইতের মা ছাড়া আর কেউ নেই ৷ ইদানীং মা-ছেলে মগরাহাটের শেরপুর হালদারপাড়ায় মামার বাড়িতে থাকছিলেন ৷ ওই মহিলার সঙ্গে পল্টুর দীর্ঘদিন ধরেই সম্পর্ক রয়েছে ৷ স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যাতেও চাঁদনগরে ওই মহিলার সঙ্গে দেখা করতে যান পল্টু । তারপরই ওই এলাকা থেকে পল্টুর মৃতদেহ উদ্ধার হয় ৷