রায়দিঘি, 24 মে: রায়দিঘির সুভাষ নগর এলাকায় ধর্ষণে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল । এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
স্থানীয় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুক্রি ভুঁইয়া নামে ওই যুবকের বিরুদ্ধে । কিন্তু, কিশোরীর পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি । এরপরই রবিবার ওই কিশোরীর পরিবারের সদস্য ও গ্রামের বাসিন্দাদের একাংশ জোটবদ্ধ হয়ে সুক্রিকে মারধর করেন বলে অভিযোগ। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়দিঘি থানার পুলিশ । রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।