কুলতলি, 2 মার্চ : প্রেমিকাকে খুন করে থানায় আত্মসমপর্ণ করল এক ব্যক্তি ৷ সঙ্গে তার 13 বছরের ছেলে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকায় (Man Allegedly Killed A Lady in South 24 Pargana) ৷ অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পরমেশ্বর হালদার নামে ওই ব্যক্তি তার ছেলেকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে জানায়, সে একজনকে শ্বাসরোধ করে খুন করেছে ৷ দেহ ঘরে আছে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে ৷ অভিযুক্ত পরমেশ্বর হালদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃত মহিলার নাম করুণা গায়েন ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় 39 বছরের পরমেশ্বর হালদার তাঁর 13 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে কুলতলি থানায় যায় (Kultali Murder Case) ৷ সেখানে কর্তব্যরত আধিকারিককে সে বলে, ‘‘স্যার আমি শ্বাসরোধ করে খুন করেছি, দেহ ঘরে আছে ৷’’ তার ছেলেও বলে, ‘‘বাবা ধর্ম পিসিকে খুন করেছে ৷’’ যা শুনে সেখানে উপস্থিত পুলিশ আধিকারিক এবং অন্যান্য পুলিশ কর্মীরা অবাক হয়ে যান ৷ আইসিকে খবর দেওয়া হয় ৷ আইসি থানায় পৌঁছে পরমেশ্বর হালদারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ৷ এর পর পরমেশ্বরের বাড়িতে গিয়ে পুলিশ দেখে, একটি ঘরে বিছানায় এক মহিলার নিথর দেহ পড়ে আছে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন : Ranaghat Murder Case : শাশুড়িকে খুনের মামলায় পুত্রবধূ ও প্রেমিকের যাবজ্জীবন