নরেন্দ্রপুর, 12 মে:নাবালিকা পুত্রবধূকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠল তার শ্বশুরের বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা । নরেন্দ্রপুর থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছে নিগৃহীতা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত শ্বশুর ৷ খোঁজ নেই নিগৃহীতার স্বামী ও শ্বশুর বাড়ির অন্যান্য লোকজনেরও ৷ তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
মাস ছয়েক আগে বিয়ে হয় 17 বছরের ওই কিশোরীর ৷ অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বাড়িতে নাবালিকা পুত্রবধূকে একা পেয়ে তার উপর যৌন নির্যাতন চালাতে শুরু করে শ্বশুর ৷ এই বিষয়ে নির্যাতিতা তার স্বামী ও শ্বাশুড়িকে জানালেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ উলটে বাইরের কারওকে এ কথা বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷ কিশোরীকে তার শ্বশুরবাড়িতে মারধরও করা হত বলে অভিযোগ করেছে সে ৷ এমনকী বাড়ির বাইরে যাতে সে বের হতে না পারে, সে জন্য তাকে বাড়ির মধ্যে তালা লাগিয়ে দিয়ে যাওয়া হত বলে অভিযোগ ৷