সোনারপুর, 15 এপ্রিল: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সোনারপুর থানা এলাকার মানিকপুরে । অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ । ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে । অভিযুক্ত স্বামীর নাম অশোক দেবনাথ । মৃত স্ত্রীর নাম মীনা দেবনাথ (55) ।
জানা গিয়েছে, 35 বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল অশোক ও মীনার । এক ছেলে ও মেয়ে রয়েছে তাঁদের । মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । ছেলে কর্মসূত্রে নিউটাউনে থাকেন । পুলিশ ও প্রতিবেশীদের সূত্রে খবর, মীনা দেবনাথকে বুধবার তাঁরা শেষবার দেখতে পান । তারপর আর তাঁর সঙ্গে কারও দেখা হয়নি । ওইদিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয় বলেও জানা গিয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবেশী এক গৃহবধুর সঙ্গে সম্পর্ক ছিল অশোক দেবনাথের । এই ঘটনাকে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয় বুধবার । তারপর আর মীনার কোনও হদিশ পাওয়া যায়নি ।
এরপর এদিন ভোরে বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে মীনার দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় সোনারপুর থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । ঘটনায় মীনা দেবীর দাদা নিত্যগোপাল দেবনাথ সোনারপুর থানায় অশোক দেবনাথের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাঁর বক্তব্য, প্রায়শই মারধর করা হত বোনকে । অশোক তাঁর বোনকে বাড়ির সঙ্গেও সম্পর্ক রাখতে দিত না বলেও অভিযোগ মৃতার দাদার । এরপর সোনারপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে অশোককে ৷ তাঁর বয়ানে অসঙ্গতি মেলে । শেষ পর্যন্ত পুলিশের কাছে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত ।