পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: দূতেরা যাওয়ার আগেই অভিযোগ শুনতে দুয়ারে হাজির স্বয়ং দিদি - গঙ্গাসাগর মেলা

11 জানুয়ারি থেকে শুরু হবে দিদির সুরক্ষা কর্মসূচি (Didir Surakhsa Kabach) ৷ তার আগে বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) পৌঁছে গেলেন সাধারণ মানুষের দুয়ারে ৷ বুধবার সাগরে এই ঘটনাটি ঘটেছে ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Jan 4, 2023, 8:32 PM IST

গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 4 জানুয়ারি: গত সোমবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ (Didir Surakhsa Kabach) এর ঘোষণা করা হয়েছে ৷ যে কর্মসূচিতে দিদির দূতেরা পৌঁছে যাবেন বাড়ি বাড়ি ৷ আগামী 11 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ওই প্রকল্পের ৷ সেই দূতেরা যাওয়ার আগেই ‘দিদি’ নিজেই পৌঁছে গেলেন সাধারণের দুয়ারে ৷

বুধবার দু’দিনের সফরে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁর এই সফর ৷ তাছাড়া গঙ্গাসাগরে হেলিপ্যাড-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন তিনি ৷ কপিলমুনির আশ্রম, ভারত সেবাশ্রম সংঘেও যান ৷ এদিন ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে আচমকাই স্থানীয় এক বাসিন্দার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা । তাঁর কাছে মমতা জানতে চান সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আদৌ তাঁরা পাচ্ছেন কি না !

প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্য়ায়

প্রসঙ্গত, গত সোমবার নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছিলেন, রাজ্যস্তরের নেতারা দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নেবেন ৷ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শুনবেন ৷ রাত্রিবাসও করবেন ৷ তার পর দিদির দূতেরা গিয়ে বাড়ি বাড়ি 15টি সরকারি প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করবেন ৷ কারও কোনও অভিযোগ থাকলে দিদির দূত অ্যাপের মাধ্যমে তা নথিভুক্ত করাবেন ৷

সেদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে জানিয়েছিলেন যে তিনিও এই কর্মসূচিতে হাজির হবেন ৷ বুধবার দেখা গেল এই কর্মসূচি শুরুর আগেই মানুষের দুয়ারে পৌঁছে গেলেন স্বয়ং মমতা ৷ এদিকে এদিন কলকাতায় দিদির সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার । সেখানে তিনি জানিয়েছেন, আগামী বুধবার ভবানীপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে । এই কর্মসূচিতে যোগদান করবেন তৃণমূল সুপ্রিমো তথা ওই কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, আগামী 11 জানুয়ারি থেকে দক্ষিণ কলকাতা জুড়ে দশটি বিধানসভায় এই কর্মসূচি চলবে ।

আরও পড়ুন:গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতির দাবিতে সরব মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details