কলকাতা, 15 জুন: রাজ্যের নির্বাচনে অশান্তির ঘটনার জবাবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনকে ঢাল হিসাবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, রাজ্যে মনোনয়ন শুরু হওয়ার প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে । কিন্তু এই নিয়ে এতদিন রা কাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী । অবশেষে বৃহস্পতিবার এই নিয়ে মুখ খুলেছেন তিনি । আর মুখ খুলেই সরাসরি বিজেপি শাসিত রাজ্যগুলিকেই উদাহরণ হিসাবে তুলে ধরলেন মমতা ।
বৃহস্পতিবার সকাল থেকেই ভাঙড় ও উত্তর দিনাজপুরের চোপড়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ ছিল । দুই জায়গাতেই মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে । এ দিন এই নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান । আর সেখানে তিনি বিজেপি শাসিত রাজ্যের পরিসংখ্যান টেনে আনেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে উত্তরপ্রদেশে প্রায় 90% আসনে প্রতিদ্বন্দ্বিতাই করতে দেওয়া হয় না বিরোধীদের । ত্রিপুরায়ও খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে, সেখানেও অধিকাংশ আসনেই বিরোধীরা প্রার্থী পর্যন্ত দিতে পারে না । পকসো মামলায় পর্যন্ত (পড়ুন- বিজেপি নেতাদের) গ্রেফতার করা হয় না । এখানে নির্বাচন কমিশনের হাতে থাকা অবস্থায় অশান্তির জন্য তৃণমূলের ছেলেমেয়েদের গ্রেফতার করা হয়েছে । 155 টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে । অথচ রেসলারদের নিয়ে পকসো কেস পর্যন্ত দেওয়া হয়নি । মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, "কোথাও ওরা মারছে, কাটছে, কোর্টে গিয়ে খুন করে দিয়ে আসছে । দানবের রাজত্ব চলছে ।"