রামমন্দির নিয়ে গেরুয়া-ঢক্কানিনাদ আসলে নির্বাচনী গিমিক, নাম না করে বিজেপিকে তোপ মমতার জয়নগর, 9 জানুয়ারি: রামমন্দিরের উদ্বোধন নিয়ে বিজেপি যে প্রচারে নেমেছে, সেটাকে গেরুয়া শিবিরের নির্বাচনী গিমিক বলেই মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার জয়নগরের এক প্রশাসনিক সভা থেকেই তিনি নিজের এই মত প্রকাশ করেছেন ৷ তবে কোথাও বিজেপির নাম করেননি ৷
এ দিন তিনি বলেন, ‘‘কয়েকজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনও কাজ নাই । একটাই কাজ৷ আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব সবার । আমি সেই উৎসবে বিশ্বাস করি, যে উৎসব সবাইকে নিয়ে চলে । সবার কথা বলে ৷ একতার কথা বলে । আপনারা করছেন করুন না ৷ কে আপত্তি করেছে ? আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে ।’’
দক্ষিণ 24 পরগনার জয়নগরে প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ মঙ্গলবার৷ এর পর তাঁর সংযোজন, ‘‘আমার কোনও আপত্তি নেই তো, তাই বলে অন্য সম্প্রদায়কে মানুষকে অবহেলা করা কারও কাজ নয় । তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি কখনোই হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান-তপশিলি আদিবাসীদের মধ্যে ভাগাভাগি হতে দেব না ।’’
উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠান হবে ৷ তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই নিয়ে ইতিমধ্যেই জোর প্রচার শুরু করা হয়েছে বিজেপির তরফে ৷ যদিও রামমন্দির নির্মাণ সংক্রান্ত ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজক ৷ তাঁরা দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানাচ্ছেন ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৷
আমন্ত্রিতদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকবেন, সেটা বলাই বাহুল্য ৷ তবে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে যে তিনি যাবেন না ৷ তবে এই নিয়ে মমতা সরাসরি কিছু বলেননি ৷ গত মাসে চাকলা মন্দিরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলেন । সোমবার সাংবাদিকদের তরফ থেকে রামমন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল । কপিল মুনির আশ্রমে দাঁড়িয়েও এই বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ।
দক্ষিণ 24 পরগনার জয়নগরে প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ মঙ্গলবার৷ তবে মঙ্গলবার জয়নগরের সভা থেকে রামমন্দির নিয়ে খোলাখুলি ভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন মমতা ৷ যা শুনে রাজনৈতিক মহলের বক্তব্য, রামমন্দির নিয়ে বিরোধিতা না থাকলেও, একে ঘিরে যে মাতামাতিতে যে সমর্থন নেই সেটাই স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । তাই তিনি সরাসরি না বললেও স্পষ্ট হয়েছে যে তিনি আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হচ্ছেন ৷ এই অবস্থায় এটা দেখার যে রাজ্যর প্রধান বিরোধীদল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানকে কীভাবে নেয় !
আরও পড়ুন:
- রামলালাকে ‘অপহরণ’ করেছে বিজেপি, প্রতিবাদে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত উদ্ধবের শিবসেনার
- 'ধর্ম নিয়ে রাজনীতি নয়', রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও থাকছেন না সীতারাম ইয়েচুরি
- ওরা জানে না, ওদের শিক্ষা নেই; রামমন্দির প্রসঙ্গে নাম না করে শাহকে কটাক্ষ মমতার