পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata slams Modi Govt: গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতির দাবিতে সরব মুখ্যমন্ত্রী - 10 পয়সা দিয়েও সাহায্য করেনি কেন্দ্র

দু’দিনের গঙ্গাসাগর (Gangasagar) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, গঙ্গাসাগরের উন্নতিতে কেন্দ্র কোনও সাহায্য করেনি ৷ তিনি গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতিরও দাবি করেছেন ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 4, 2023, 5:40 PM IST

Updated : Jan 4, 2023, 7:40 PM IST

গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতির দাবিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 4 জানুয়ারি: দু’দিনের সফরে সাগরে এসে গঙ্গাসাগর মেলাকে (Gangasagar Mela) জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । একই সঙ্গে এদিন গঙ্গাসাগরে দাঁড়িয়ে সাগর মেলাকে কেন্দ্র করে দিল্লির সরকারের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী । প্রথমে হেলিপ্যাড, তারপর ভারত সেবাশ্রম সংঘ এবং সবশেষে সাগরের কপিলমুনির আশ্রমে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন ।

প্রসঙ্গত, বুধবারই দু’দিনের সফরে গঙ্গাসাগরে (Gangasagar) এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন দুপুর 2টো নাগাদ গঙ্গাসাগরে হেলিকপ্টারের নামার পর প্রথমে সাগরে নবনির্মিত তিনটি হেলিপ্যাডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । সেখান থেকেই ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন সুন্দরবন বিষয়ক দফতরের 40 মিটার দীর্ঘ কাকদ্বীপের কামারহাট সেতু । রাজ্যের পাঁচটি তীর্থক্ষেত্রকে একত্রিত করে তৈরি 'বাংলার মন্দিরে'রও সূচনা করেন মুখ্যমন্ত্রী ।

গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়

সেখানেই মুখ্যমন্ত্রীর দাবি, কুম্ভমেলাকে কেন্দ্রীয় সরকার ঢেলে সাহায্য করলেও গঙ্গাসাগরকে দুয়োরানি করে রেখেছে কেন্দ্র । এই মেলা সম্পাদনের জন্য 10 পয়সার বাতাসা দিয়েও সাহায্য করে না কেন্দ্রীয় সরকার । এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেলা হিসেবে গঙ্গাসাগর অনন্য । এখানে আগত মানুষ অত্যন্ত কষ্ট করে আসনে । কুম্ভমেলার পরিকাঠামো অনেক ভালো । রেল ও বিমানের সঙ্গে এটির যোগাযোগ রয়েছে । গঙ্গাসাগরে তা নেই ।’’

গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়

এবার এই মেলাকে জাতীয় মেলা হিসেব ঘোষণা হোক বলে দাবি জানিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী এদিন জানান, এবার জল পেরিয়ে প্রায় কোটির কাছাকাছি মানুষ ভিড় জমাবেন গঙ্গাসাগরে । দেশের বিভিন্ন অংশ থেকে মানুষ সাগরমুখী হবে । সরকারের 10 থেকে 12টি দফতর এখানে হাজির থাকবে । থাকবেন একাধিক দফতরের মন্ত্রীরাও ।

গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘কুম্ভমেলাকে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, তাতে আমার কোনও আপত্তি নেই । এই নিয়ে আমি বিরোধিতা করছি না । কিন্তু কেন্দ্রের উচিত গঙ্গাসাগরকেও গুরুত্ব দেওয়া । কুম্ভমেলাতে বহু মানুষ আসেন । কিন্তু সেই মেলার সঙ্গে গঙ্গাসাগর গুলিয়ে ফেলা উচিত নয় ৷’’ আর সেই মেলাতে উত্তরপ্রদেশ সরকারকে আর্থিক সাহায্য করে কেন্দ্র । কিন্তু গঙ্গাসাগরের ক্ষেত্রে এক টাকাও কেন্দ্র বাংলাকে দেয় না বলে অভিযোগ মমতার ।

এদিনও মুখ্যমন্ত্রীর গলায় সাগরের সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম সেতু না হওয়া নিয়ে ক্ষোভ শোনা গেল । মমতা বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি প্রতিশ্রুতি দিলেও এই সেতু তৈরির ব্যাপারে কেন্দ্র কোনও সাহায্য করেনি । মুড়িগঙ্গায় সেতুর প্রয়োজন । বারবার কেন্দ্রের কাছে আবেদন করেও সাড়া মেলেনি । শেষপর্যন্ত আমরা বাধ্য হয়ে চেষ্টা করছি নিজেদের মতো করে করার । 10 হাজার কোটি টাকা খরচ । আমরা নিজেদের মতো একটা ডিপিআর তৈরি করেছি । তবে একটু সময় লাগবে । এত বড় যজ্ঞ । তার সামগ্রী জোগাড় করতে সময় লাগবে ।’’

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সফরের আগেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কপিলমুনি আশ্রমের মহন্ত

Last Updated : Jan 4, 2023, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details