পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Gangasagar Mela 2022 : কুম্ভমেলা যদি সুয়োরানি হয়, তবে গঙ্গাসাগর মেলা কি দুয়োরানি ? কেন্দ্রকে তোপ মমতার - mamata banerjee criticizes to central for not helping in gangasagar mela

কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগরকেও জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক, গঙ্গাসাগরে এসে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Gangasagar Mela 2022) ৷

mamata at gangasagar
গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Dec 28, 2021, 7:42 PM IST

গঙ্গাসাগর, 28 ডিসেম্বর : কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে আজ দু'দিনের গঙ্গাসাগর সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই আশ্রমের মোহন্ত জ্ঞানদাস ও মুখ্যমন্ত্রী একে অপরকে উত্তরীয় ও শাল দিয়ে অভিবাদন জানান ৷ এরপর পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী (Mamata on Gangasagar Mela 2022) ৷

তিনি বলেন, "কুম্ভমেলায় যেমন প্রচুর মানুষের সমাগম হয় ৷ তেমনি গঙ্গাসাগর মেলাতেও দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী ভিড় জমান ৷ কুম্ভমেলার সঙ্গে সড়কপথের যোগাযোগ থাকলেও গঙ্গাসাগরে কেবল জলপথ আর আকাশপথই ভরসা ৷ আগে এখানে থাকার মতো কোনও জায়গা ছিল না ৷ এখন তা করা হয়েছে ৷ কিন্তু তবুও গঙ্গাসাগরের মতো এত বড় মেলাতে কেন্দ্র সরকার কোনও সাহায্য করে না (mamata banerjee criticizes to central for not helping in gangasagar mela) ৷"

গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়

কুম্ভমেলার পাশাপাশি গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "কুম্ভমেলা যদি সুয়োরানি হয়, তবে গঙ্গাসাগর মেলা কি দুয়োরানি ? কথায় আছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ৷ কিন্তু এখন বহু পুণ্যার্থী এখানে অনেকবার আসেন ৷ গঙ্গাসাগর এখন অনেক উন্নত ৷"

আরও পড়ুন :Mamata at Gangasagar : মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কপিলমুনি আশ্রমের মোহন্ত

ABOUT THE AUTHOR

...view details