পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Insta Reels with Firearms : পিস্তল নিয়ে রিলস বানিয়ে পুলিশের জালে যুবক, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র - Magrahat youth arrested for making reels with firearms

আগ্নেয়াস্ত্র সহ সোশ্যাল মিডিয়ায় রিলস যুবকের ৷ ভিডিও ভাইরাল হতেই ধৃত মগরাহাটের যুবক ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার 8টি আগ্নেয়াস্ত্র ও 12 রাউন্ড কার্তুজ (Police Recover Firearms And Bullets) ৷

Police Recover Arms And Bullets
আগ্নেয়াস্ত্র সহ সোশ্যাল মিডিয়ায় রিলস যুবকের, উদ্ধার 7 আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

By

Published : Apr 6, 2022, 7:49 AM IST

ডায়মন্ড হারবার, 6 এপ্রিল :নিত্য নতুন রিলস (ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে ভিডিয়ো ) বানিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভের আশায় অনেকেই নেমে পড়েছেন ৷ সেরকমই একজন দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ইমরান খান ৷ কিন্তু জনপ্রিয়তার লোভে সীমা অতিক্রম করে ফেললেন ৷ আর তাতেই পুলিশের জালে যুবক ৷ কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রিলস বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করেন ইমরান ৷ তা ভাইরাল হতেই কাল হল মগরাহাটের যুবকের ৷ ওই ভিডিয়োর সূত্র ধরেই গ্রেফতার হয়েছেন ইমরান ৷

আরও পড়ুন :Arms Recovered from Nadia : ফের অস্ত্র ও বোমা উদ্ধার নদিয়ায়

ঝালদা ও পানিহাটির কংগ্রেস ও তৃণমূল কাউন্সিলর খুন, বগটুইয়ে উপপ্রধান ভাদু শেখ খুন ও এর পরবর্তী হিংসা ৷ পরপর এতগুলি ঘটনায়য় নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়েছে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের কাজ ৷ প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা ৷ এই পরিস্থিতিতে মগরাহাটের ওই যুবকের পিস্তল হাতে রিলস দেখে হতবাক হয়ে যায় পুলিশ ৷ মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ও মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধীমান বৈরাগীর নেতৃত্বে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে মাইতলা থেকে 8 টি আগ্নেয়াস্ত্র ও 12 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ । ধৃতকে আজ আদালতে পেশ করা হবে ৷ পুলিশ সূত্রে খবর, মগরাহাট থানার বিলন্দপুর খালাপাড়ের বাসিন্দা ইমরান খান ৷ বয়স 20 বছর ৷

সম্প্রতি উস্তি থানা এলাকার কোয়াকোনাতে বোমা বিস্ফোরণে আহত হয়েছিল 1 শিশু ৷ তারপর থেকেই এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ ৷ মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়েই উস্তি থানার দেউলার নজরা এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ এই অভিযানে 5টি বোমা ও দু’জনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতরা হলেন সেলিম শেখ ও আলাউদ্দিন শেখ ৷ দেউবার নাজার এলাকার বাসিন্দা ৷ ধৃতদের আজ আদালেত পেশ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details