ডায়মন্ড হারবার, 4 অগস্ট: বিয়ের জন্য প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছিল তরুণী । এর এক সপ্তাহ পর ফাঁকা মাঠ থেকে পচাগলা দেহ উদ্ধার হল ওই তরুণীর(lovers family abscond as body of young lady found)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার উস্থি থানার শেরপুর এলাকায় ।
এক সপ্তাহ আগে নিখোঁজ হয় শেরপুর এলাকার তরুণী সাইমা খাতুন(18)। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পর উস্থি থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন । বৃহস্পতিবার শেরপুর এলাকার একটি মাঠে স্থানীয়রা একটি পচাগলা দেহ দেখতে পেয়ে খবর দেয় উস্থি থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ ।
আরও পড়ুন :শিশুর দেহে প্রাণ ফেরাতে ঘর বন্ধ করে চললো প্রার্থনা ! শরীর খুবলে খেল পিঁপড়ে