পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শখ পূরণে নাজেহাল, প্রেমিকাকে গুলি করে গ্রেফতার তৃণমূল কর্মী ! - lover shot his girlfriend

Extramarital Affairs: সম্পর্কের টানাপোড়েন প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার ক্যানিং-এর ঘটনা ৷ গ্রেফতার অভিযুক্ত ৷

Extramarital Affairs
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 1:53 PM IST

ক্যানিং, 1 ডিসেম্বর:শখ পূরণ করতে না পেরে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি প্রেমিকের । ঘটনা ক্যানিংয়ের । বিবাহ বহির্ভূত সম্পর্কে থেকে প্রেমিকাকে গুলির করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ভোলা প্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার কথা বলতে বলতে হঠাৎই প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ৷ রক্তাক্ত অবস্থায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা ৷

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ভোলার। ঘটনাটি পরিবারে জানাজানি হয়ে যাওয়ার পর তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে সেই অশান্তি চরম আকার ধারণ করে । কথা কাটাকাটি চলাকালীন আচমকাই প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় ভোলা। মহিলার পেটে গুলি লাগায় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৷ গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন ৷ ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা ৷ লোকজন এসে যাওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত তৃণমূল কর্মী ৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলার সঙ্গে বেশ কয়েক বছর আগে আলাপ হয়েছিল ভোলার । সম্প্রতি ওই মহিলা ভোলার থেকে টাকা- দাবি করতেন । ভোলা টাকা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে অশান্তি বাঁধে । এই বিষয়ে বারুইপুর জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী ইটিভি ভারতকে বলেন, ''ভোলাকে গ্রেফতার করা হয়েছে । কিন্তু তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।''
সে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রটি পেল তা জানার চেষ্টা করা হচ্ছে। আজ ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ।
এলাকায় সক্রিয় তৃণমূল নেতা বলে পরিচিত ভোলা। যদিও অভিযুক্ত ভোলার রাজনৈতিক পরিচয় সম্পর্কে ক্যানিং এক পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি উত্তম দাস বলেন অভিযুক্ত ভোলা তৃণমূলের সঙ্গে যুক্ত নয়।

আরও পড়ুন:

  1. পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র
  2. বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, বহরমপুরে বাড়িতে ডেকে খুন
  3. পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details