পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা না পাওয়ায় বেসরকারি হাসপাতালকে হুঁশিয়ারি লাভলীর

সোনারপুরের এক বাসিন্দাকে বেসরকারি হাসপাতালে দেওয়া হচ্ছিল না স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা ৷ খবর পেয়ে সেখান ছুটে যান লাভলী মৈত্র ৷ বিধায়কের হস্তক্ষেপে সমস্যা মেটে রোগীর পরিবারের ৷

lovely maitra
বেসরকারি হাসপাতালকে হুঁশিয়ারি লাভলীর

By

Published : May 9, 2021, 9:58 AM IST

সোনারপুর , 9 মে : নির্বাচনে জিতে কার্যত কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র ৷ খবর পান এক বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় দেওয়া হচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান লাভলী মৈত্র ৷

বিধায়কের হস্তক্ষেপে সমস্যা মেটে রোগীর পরিবারের ৷ বেসরকারি হাসপাতালটি বাধ্য হয় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিতে ৷

বেসরকারি হাসপাতালকে হুঁশিয়ারি লাভলীর

আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে ভর্ৎসনা ল্যানসেটের, টুইটে মোদিকে খোঁচা মহুয়ার

ঘটনাটি ঘটে শনিবার ৷ সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছিলেন না লাভলীর এলাকারই এক বাসিন্দা ৷ তখনই সেখানে ছুটে যান লাভলী মৈত্র ৷ কথা বলেন হাসপাতালের ম্যানেজমেন্টের সঙ্গে ৷

অবশেষে ক্ষমা চায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এদিন লাভলী সাংবাদিকদের বলেন, "রোগীর পরিবার সমস্যায় আছে শুনেই এখানে এলাম ৷ ম্যানেজারের সঙ্গে কথা বললাম ৷ ওঁরা বলেছেন কোনও কোভিড রোগীর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে ও এখানে পর্যাপ্ত বেড থাকে, তবে তাঁরা ওই রোগীকে অবশ্যই ভর্তি নেবেন ৷ ম্যানেজারের নম্বরও আমরা নিয়ে রেখেছি ৷ ভবিষ্যতে কোনও সমস্যা হলে তাঁর সঙ্গে আমরা যোগাযোগ করে নেব ৷ "

ABOUT THE AUTHOR

...view details