সোনারপুর, 13 মে:জলের সমস্যার কারণে নির্বাচনী প্রচারে বেরিয়ে এলাকার মানুষের কাছে বিক্ষোভের মুখে পড়েছিলেন ৷ তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতে এলে সমস্যার সমাধানে ব্যবস্থা নেবেন ৷ সেইমতোই কাজে নেমে পড়লেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র ৷
তার বিধানসভা এলাকার কালিকাপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন স্থানীয় বাসিন্দারা ৷ বাম আমলে জলের পাইপ লাইন চালু করা হলেও বিগত 10 বছরে এলাকায় জনসংখ্যা বৄদ্ধি পেয়েছে অনেক ৷ বহু মানুষ এই এলাকায় বসবাস করছেন ৷ ফলে জলের চাহিদা বাড়লেও পরিকাঠামো না-বাড়ায় অনেকেই পানীয় জলটুকু পাচ্ছেন না ৷ তাছাড়া অনেক জায়গাতেই জল চুরি হচ্ছে বলেও অভিযোগ ৷ এর ফলে ভুগতে হচ্ছে এলাকার বাসিন্দাদের ৷ তাঁদেরকে জল কিনেই খেতে হচ্ছে ৷