পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে কোভিড সচেতনতার বার্তা দিয়ে মাস্ক বিলি লাভলির

করোনা পরিস্থিতিে মানুষকে মাস্ক পরার পাশাপাশি অন্যান্য কোভিড সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার আবেদন করেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ৷

লাভলী মৈত্র
লাভলী মৈত্র

By

Published : May 11, 2021, 10:11 AM IST

সোনারপুর দক্ষিণ, 11 মে : সদ্য সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে জয়ী হয়েছেন অভিনেত্রী বিধায়ক লাভলি মৈত্র ৷ জেতার পরই করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতনতার পাঠ পড়াতে উঠে পড়ে লেগেছেন তিনি ৷ 'মাস্ক পরো সোনারপুর' নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সোনারপুরে মোড়ে ৷ সেখানে বারুইপুর জেলা পুলিশ ও সোনারপুর থানার সহযোগিতায় মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন তিনি। প্রত্যেকে যাতে কোভিড বিধি মেনে চলেন সেই আবেদনও করলেন ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে নাজেহাল রাজ্যবাসী ৷ এই পরিস্থিতিতে বারবার মুখে মাস্ক পরার কথা বললেও অনেকের মুখে মাস্ক নেই ৷ তাই মাস্কবিহীনদের মাস্ক বিতরণ করে কোভিড সচেতনতায় নিজেই রাস্তায় নামলেন লাভলি ওরফে অরুন্ধতী মৈত্র ৷ বললেন, "আমরা একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি ৷ এইসময় প্রত্যেকের মুখে মাস্ক পরা বাধ্যতামূলক ৷" পাশাপাশি তাঁকে জেতানোর জন্য সোনারপুর দক্ষিণবাসীকে ধন্যবাদ জানান তিনি ৷

মাস্ক বিলি লাভলির

আরও পড়ুন :লকডাউনের পথে তেলাঙ্গানা ? মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেসিআর

এদিন যেকোনও পরিস্থিতিতে মানুষের পাশে থাকার বার্তা দেন লাভলি ৷ সোনারপুর থানার এই অভিনব উদ্যোগকেও সাধুবাদ দেন তিনি ৷ বলেন, "এইসময় আপনাদের পাশে আছি আমি ৷ আপনাদের প্রত্যেকের সুস্থ থাকাটা খুব জরুরি ৷ হাতে হাত ধরে আমরা এই পরিস্থিতি কাটিয়ে একটা ভাল সময়ে পৌঁছাবই ৷ "

ABOUT THE AUTHOR

...view details