পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নোনা জলে ধুয়ে গিয়েছে পানের বরজ, ক্ষতি কয়েক লাখ টাকার - Sundarbans after Cyclone Yaas

নোনা জলে প্লাবিত বিঘার পর বিঘা চাষের জমি । ধুয়ে গিয়েছে পানের বরজ । ক্ষতি কয়েক লাখ টাকার । সুন্দরবন লাগোয়া কাকদ্বীপ ,মৌসুনি ,ঘোড়ামারা, ফ্রেজারগঞ্জ ,গোসাবা সর্বত্র একই ছবি ।

Cyclone Yaas
ছবি

By

Published : May 27, 2021, 10:51 PM IST

সুন্দরবন, 27 মে : গতকাল তাণ্ডব চলেছে উপকূলের এলাকাগুলিতে । প্রলয় থেকে রেহাই পায়নি সুন্দরবনও । তার উপর পূর্ণিমার ভরা কোটাল । একের পর এক নদী বাঁধ ভেঙে গিয়েছে । হু হু করে জল ঢুকেছে সুন্দরবনের বিভিন্ন নদী তীরবর্তী গ্রামগুলিতে ।

নোনা জলে প্লাবিত বিঘার পর বিঘা চাষের জমি । ধুয়ে গিয়েছে পানের বরজ । ক্ষতি কয়েক লাখ টাকার । সুন্দরবন লাগোয়া কাকদ্বীপ ,মৌসুনি ,ঘোড়ামারা, ফ্রেজারগঞ্জ ,গোসাবা সর্বত্র একই ছবি । নোনা জল ঢুকে নষ্ট করেছে পানের বরজ ।

সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন সুন্দরবনের পানচাষিরা

জীবন-জীবিকা শেষ যেটুকু সম্বল ছিল... সব এক লহমায় ভাসিয়ে নিয়ে গিয়েছে সাগরের জল । সুন্দরবনে এখন চোখের জল । সর্বস্বান্ত । এখন সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন তাঁরা । এক পান চাষি এস্কারুল নস্কর জানান, "মোটা টাকার ঋণ নিয়ে পান চাষ করেছিলাম । করোনা পরিস্থিতির জেরে বন্ধ হয়ে গিয়েছে বাজার হাট । সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে ।"

ABOUT THE AUTHOR

...view details