বুধাখালি, 27 ফেব্রুয়ারি: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের (TMC Factionalism) জেরে টানা দু'বছর ধরে পঞ্চায়েতে আসছেন না উপপ্রধান । পঞ্চায়েতের উপপ্রধান না-আসায় থমকে গিয়েছে এলাকার বেশ কিছু উন্নয়নের কাজ । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত বুধাখালি গ্রাম পঞ্চায়েতে (Budhakhali Gram Panchayat) ৷ উপপ্রধান সোনা দোলই ও প্রধান বানেশ্বর দাসের মধ্যে দ্বন্দ্ব ৷ আর এর জেরেই টানা দু'বছর ধরে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসছেন না উপপ্রধান । সোনা দোলইয়ের অভিযোগ, তাঁকে কোনওরকম কাজ করতে দেওয়া হয় না পঞ্চায়েতের পক্ষ থেকে । অভিযোগ, প্রধান বানেশ্বর দাস এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবলু প্রধান তাঁর বুথ-সহ বুধাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনওরকম কাজ করতে দেন না সোনা দোলইকে বলেও ।
এমনকী বুধাখালি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বেশিরভাগ যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অযোগ্যদের সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হয় । আর সেই ঘটনার প্রতিবাদ করলে পঞ্চায়েত কার্যালয় থেকে তাঁকে বের করে দেয় পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস । এমনই অভিযোগ করেছেন উপপ্রধান স্বয়ং নিজেই । বুধাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনওরকম সরকারি কাজ উপপ্রধানকে করতে দেওয়া হয় না বলে অভিযোগ উপপ্রধানের। তাই টানা দু'বছর ধরে পঞ্চায়েত কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন উপপ্রধান সোনা দোলই । অপরদিকে বুধাখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোনা দোলইয়ের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন এবং মিথ্যে বলে দাবি করছেন প্রধান বানেশ্বর দাস এবং বুধাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু প্রধান।