পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশন দুর্নীতির অভিযোগে সাগরের কচুবেড়িয়াতে রাস্তা ঘেরাও স্থানীয়দের - স্থানীয় বাসিন্দারা

রেশনে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ সাগরে ৷ সিল করে দেওয়া হল অভিযুক্ত রেশন ডিলারের দোকান ।

sagar
রেশনে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ সাগরে

By

Published : Jun 4, 2020, 1:02 PM IST

সাগর , 4 জুন : রেশন দুর্নীতির অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে সাগর থানার মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কচুবেড়িয়া এলাকায়। রাস্তা অবরোধের খবর শুনে ঘটনাস্থলে আসে সাগর থানার পুলিশ। এর পাশাপাশি ঘটনার খবর শুনে সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিম হাজরা ও স্থানীয় BDO সুদীপ্ত মণ্ডলও ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টার মত অবরোধ চালায় গ্রামবাসীরা। পরে পুলিশ এবং বিধায়কের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা।

কচুবেড়িয়ার এলাকাবাসীদের অভিযোগ , দীর্ঘদিন ধরে এলাকায় রেশনের সামগ্রী নিয়ে দুর্নীতি করছে স্থানীয় রেশন ডিলার শচীন্দ্র নাথ জানা। এই বিষয়টি নিয়ে আগেই BDO অফিস থেকে শুরু করে সমস্ত সরকারি অফিসে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে । তারপর প্রশাসনের পক্ষ থেকে রেশন দোকান বন্ধ করে দেওয়া হয় ৷ তাছাড়া শচীন্দ্রনাথ জানাকে সাসপেন্ডও করে প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা যাতে রেশন সামগ্রী পেতে পারে তাই এই শচীন্দ্রনাথ জানার অধীনে রেশন প্রাপকদেরকে প্রণব কুমার দাস নামে অন্য আরেকজনকে রেশন ডিলারকে সামগ্রী দেওয়ার অনুমতি দেওয়া হয়।

অভিযোগ, সাসপেন্ড হওয়ার পরও গতকাল নিজের গোডাউন থেকে চাল নিয়ে কয়েকটি স্কুলে দেয় শচীন্দ্রনাথ জানা। ঘটনাটি জানাজানি হওয়া পরই আজ রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷ পরে পুলিশ এবং প্রশাসনের আধিকারিক এসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় । এর পাশাপাশি সাধারণ মানুষের চাপে পড়েই কার্যত শচীন্দ্রনাথ জানার গোডাউন সিল করে দেয় প্রশাসন। এই দিকে ঘণ্টাখানেক রাস্তা অবরোধের ফলে সমস্যায় পড়ে ত্রাণ নিয়ে যাওয়া গাড়িগুলি। সাগরের দিকে ত্রাণ নিয়ে যেতে গিয়ে রাস্তাতেই আটকে পড়ে তারা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় বলে প্রশাসন সূত্রে খবর।

ABOUT THE AUTHOR

...view details