পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lawyer Body Recovered: বারুইপুরে পানা পুকুরে মিলল আইনজীবীর দেহ - বারুইপুরে পানা পুকুরে মিলল আইনজীবীর দেহ

পানা পুকুর থেকে উদ্ধার হল এক আইনজীবীর দেহ ৷ মৃতের মুখে রক্ত লেগে ছিল ৷ আইনজীবীর নাম সঞ্জয় মিত্র ৷

Lawyer Body Recovered
Lawyer Body Recovered

By

Published : Nov 16, 2022, 2:30 PM IST

বারুইপুর(দক্ষিণ 24 পরগনা), 16 নভেম্বর: সন্ধ্যার মধ্যেই ফিরে আসেন তিনি । কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও ফেরেননি । এরপরেই বুধবার সকালে বাড়ির অদূরেই পানা পুকুর থেকে উদ্ধার হল আইনজীবীর দেহ (Lawyer Body Recovered from pond in Baruipur) । এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে । ওই আইনজীবীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য ।

মৃতের নাম সঞ্জয় মিত্র । পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হচ্ছে । তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । সঞ্জয় বারুইপুর আদালতে ওকালতি করতেন । জানা গিয়েছে, সঞ্জয় মঙ্গলবার সকালে কাজে বেরিয়ে যান । রোজই সন্ধ্যার মধ্যে ফিরে যেতেন তিনি । কিন্তু মঙ্গলবার তাঁর ফোন বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির সদস্যদের । বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন তাঁরা । ভেবেছিলেন কাজে রয়েছে ৷ রাতের মধ্যে ফিরে আসবেন । রাতে না ফেরায় থানায় জানায় সঞ্জয়ের পরিবার ।

বারুইপুরে পানা পুকুরে মিলল আইনজীবীর দেহ

বুধবার সকালে বাড়ি থেকে কিছু দূরে মাঝেরহাটের কাছে একটি পানা পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয় । বাইকটিও জলের মধ্যেই পড়ে ছিল । বাইকের নীচে রীতিমতো চাপা পড়ে ছিল আইনজীবী সঞ্জয় মিত্রের দেহ । ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ । ডুবুরি নামিয়ে দেহটি উদ্ধার করা হয় । সঞ্জয়ের পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শনাক্ত করেন । পুলিশ জানিয়েছে, মৃতের মুখে রক্ত লেগে ছিল ।

আইনজীবীর স্ত্রী স্বর্ণালী মিত্র বলেন, " ফোনে আমার স্বামী বলে 10 মিনিটের মধ্যে বাড়ি আসছি ৷ অনেকক্ষণ হয়ে গেলেও তিনি ফেরেন না ৷ আমি এরপর তাঁকে ফোন করতে থাকি ৷ প্রথম কয়েকবার ফোন বাজে ৷ রাত 2টোর পর ফোনটা বন্ধ রয়েছে বলে ৷ সকালে দেখি তাঁর বাইক পানা পুকুরে পড়ে এবং জুতো চারিদিকে ছড়ানো অবস্থায় রয়েছে ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে পুকুর থেকে ৷ তাঁর মাথায় আঘাত ছিল ৷ মেরে তাঁকে কেউ জলে ফেলে দিয়েছে ৷"

আরও পড়ুন:দু'দিন নিখোঁজ থাকার পর বেহালার যুবকের দেহ উদ্ধার উলুবেড়িয়ায়

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ । সঞ্জয়ের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে তারা । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ।

ABOUT THE AUTHOR

...view details