গঙ্গাসাগর, 16 জানুয়ারি: মকর সংক্রান্তির পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে বিপত্তি ৷ ঘন কুয়াশার কারণে লঞ্চ ও ভেসেল পরিষেবায় বিঘ্ন ৷ সােমবার সকালে নদীর চড়ে দির্ঘক্ষণ আটকে রইল পুণ্যার্থীদের ভেসেল (heavy fog in south 24 pargana)। গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে ফেরার পথে সমস্যা পড়েন অগণিত ভক্ত । সোমবার ভোরে দক্ষিণ 24 পরগনার সাগর এলাকায় ঘন কুয়াশার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল লঞ্চ পরিষেবা (Launch and vessel service affected) ৷ প্রায় ছ‘ঘণ্টা পর স্বাভাবিক হল লঞ্চ পরিষেবা ৷ তবে এখনও পর্যন্ত চালু হয়নি ভেসেল পরিষেবা ৷
সোমবার ভোরে কচুবেড়িয়া ফেরি ঘাট থেকে দু’টি ভেসেল 500 জন পুণ্যার্থীদের নিয়ে কাকদ্বীপের উদ্দেশ্য রওনা দিয়েছিল । মুড়িগঙ্গা নদীতে ঘন কুয়াশা থাকার কারণে ভেসেল দু’টি দিকভ্রষ্ট হয়ে গিয়ে মুড়িগঙ্গা নদীর চড়ে উঠে যায় । তার জেরেই চরম ভোগান্তির শিকার হন পুণ্যার্থীরা । বেশ কয়েক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী । বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিরাপদে সকল পুণ্যার্থীদের উদ্ধার করা সম্ভব হয় । ঘন কুয়াশা থাকার কারণে বেশ কয়েকটি ভেসেল বাতিল করা হয় ৷ ফলে কচুবেরিয়া ঘাটে বেশ কয়েক ঘণ্টা কয়েক লক্ষ পুণ্যার্থী আটকে পরেন । পুণ্যার্থীদের উদ্ধার কাজে এগিয়ে যান ভারতীয় উপকূলরক্ষী বাহিনী । প্রায় 6 ঘণ্টা পর লঞ্চ পরিষেবা চালু হলে ও ভেসেল পরিষেবা চালু হয়নি ৷