পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

সাগরের মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা ৷ ইতিমধ্যেই সমুদ্রের নোনা জল ঢুকে নষ্ট করে দিয়েছে জমির ফসল । প্রশাসনের তরফে এখনও কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেই সূত্রের খবর ।

By

Published : May 26, 2021, 11:41 AM IST

Large area submerged by the dam of Muriganga river, many villagers without houses
Large area submerged by the dam of Muriganga river, many villagers without houses

সাগর , 26 মে : সাগরের মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা ৷ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ।

যশের প্রভাব সকাল থেকেই পড়তে শুরু করেছে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলগুলিতে ৷ ব্যাপকহারে জলস্ফীতি দেখা যাচ্ছে সেখানে ৷ ইতিমধ্যেই বাঁধ ভাঙতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে ৷

তার জেরে জল ঢুকে পড়ছে জনবসতিপূর্ণ এলাকাগুলিতে ৷ ইতিমধ্যেই মুড়িগঙ্গা, শিলপাড়া, কচুবেড়িয়া, বঙ্কিমনগর, মনসা মারি, ধবলা হাট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন ৷

জলমগ্ন সাগর

আরও পড়ুন :যশ সতর্কতায় কলকাতার আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধ করল পুলিশ

জলের তলায় তলিয়েছে প্রায় 60 থেকে 70 টি বাড়ি ৷ একদিকে ভরা কোটাল অন্যদিকে যশের আঘাতে কাহিল গ্রামবাসী ৷

সমুদ্রের নোনা জল ঢুকে নষ্ট করে দিয়েছে জমির ফসল । যদিও প্রশাসনের তরফে এখনও কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেই সূত্রের খবর ।

মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details