পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধসে গেল অর্ধেক রাস্তা, আতঙ্ক ডায়মন্ডহারবারে - 117 national highway

ডায়মন্ডহারবারে 117 নম্বর জাতীয় সড়কে ধস । আজ সকালে প্রায় 50 মিটার রাস্তায় ধস নেমে নদী গর্ভে চলে যায় । দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনা ঘটেনি ।

ফাইল ফোটো

By

Published : Aug 1, 2019, 9:31 AM IST

Updated : Aug 1, 2019, 3:20 PM IST

ডায়মন্ডহারবার, 1 অগাস্ট : 117 নম্বর জাতীয় সড়কে ধস । ডায়মন্ডহারবাবে হুগলি নদীর পাড়ে সৌন্দর্যায়নের কাজ চলছিল । আজ সকালে প্রায় 50 মিটার রাস্তায় ধস নেমে নদী গর্ভে চলে যায় । দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনা ঘটেনি । এদিকে জাতীয় সড়কে ধস নামায় নামখানা, বকখালি, কাকদ্বীপ, সাগরে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে । তাই, আপাতত বাইপাসের রাস্তা ধরে ওই সব জায়গায় পৌঁছানো যাচ্ছে ।

ডায়মন্ডহারবারে হুগলি নদীর পাড়ের সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে । প্রথমে প্রায় 120 মিটার জায়গায় এই কাজ শুরু হয় । আজ সকালে হঠাইৎ নদীর পাড় সংলগ্ন 117 নম্বর জাতীয় সড়কের 50 মিটার রাস্তা ধস নেমে নদী গর্ভে চলে যায় । প্রাথমিকভাবে মেরামতির কাজ শুরু হয়েছে ৷ ধসের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান বিধায়ক দীপক হালদার, মহকুমাশাসক কৌশিক সাহা, ডায়মন্ডহারবার থানার পুলিশ । বিপর্যয় মোকাবিলায় দ্রুত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা ।

দেখুন ভিডিয়ো

নদীতে ধসের ফলে জোয়ারের জল এসে পুরো রাস্তাটাই গ্রাস করতে পারে বলে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা ৷ সুজয় হালদার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "এখানে কাজ চলছে, প্রতিদিন বুলডোজ়ার চালানো হচ্ছে৷ এরই চাপে ঘটেছে ৷ এভাবে ধস নামলে জল ঢুকে পুরোটা ভেসে যাবে ৷ আমরা সবাই মরে যাব ৷ রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত করা হয় এটাই চাই ।"

Last Updated : Aug 1, 2019, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details