পাথর প্রতিমা, 19 জানুয়ারি: রাজ্যের বিভিন্ন জেলায় আবাস দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ উঠছে ৷ ইতিমধ্যেই আবাস যোজনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল ৷ পরবর্তীতে মিড ডে মিলেও দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই প্রেক্ষাপটে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও অনিয়মের অভিযোগ সামনে এল (Lakshmir Bhandar Controversy) ৷ দক্ষিণ 24 পরগনার একটি ঘটনা প্রসঙ্গে এই অভিযোগ উঠছে ৷
ঘটনাটি ঠিক কী ?
দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার বাসিন্দা অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্র ৷ এত দিন তারই ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা (Lakshmir Bhandar money credited to Male Student Bank Account ) ! এখানেই শেষ নয় ৷ অভিযোগ, সেই টাকা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের হাতে তুলে না-দেওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ওই অ্য়াকাউন্ট ! পাথর প্রতিমা ব্লকের অচিন্ত্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে ৷
এই ঘটনা প্রকাশ্যে আসার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ প্রশ্ন উঠেতে শুরু করেছে, তবে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও অনিয়ম হয়েছে ? এই ঘটনায় অচিন্ত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরী দুয়ারিকে কাঠগড়ায় তুলছেন কিশোরের পরিবারের সদস্যরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌরী দুয়ারি নিজেই বঙ্গীয় গ্রামীণ বিকাশ কেন্দ্রের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এফবিসি সদস্য ৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্রাহক পরিষেবা কেন্দ্র চালানোর সুযোগ নিয়েই এই দুর্নীতি চালিয়ে যাচ্ছেন তিনি !