মথুরাপুর, 9 অক্টোবর: বাহুবলীর মাহিস্মতি মণ্ডপে ঝিনুকের লক্ষ্মী প্রতিমা ৷ সঙ্গে 16 প্রকার বাদাম দিয়ে শিব পুজো ৷ এবার মথুরাপুরের সদিয়ালে শারদোৎসব শেষ হতেই শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী আরাধনার প্রস্তুতি । ফি-বছরের মতো এবারও চমক নিয়ে হাজির মথুরাপুরের সদিয়ালের গ্রামবাসীরা । 16 বছরে পা দিয়েছে এই পুজো । বাহুবলীর মাহিস্মতির পুজো মণ্ডপে সামুদ্রিক ঝিনুকের লক্ষ্মী প্রতিমা । পাশাপাশি, তুলে ধরা হবে নারায়ণের শিবপুজোর চিত্র (Lakshmi Puja in Mathurapur South 24 Parganas) ।
'কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সদিয়াল জনকল্যাণ সমিতি' ও 'আমরা সবাই ভাই ভাই সংঘে'র পরিচালনায় এই পুজোর আয়োজন । গত বছরে দু'হাজার স্টিলের চামচ ও 6 হাজার পেরেক দিয়ে প্রতিমা নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিল এই পুজো কমিটি । লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে 5 দিন ধরে উৎসবে মেতে ওঠে গোটা গ্রাম । পুজোর অন্যতম কর্তা সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার । তাঁর দাবি, গোটা সুন্দরবন এলাকার মধ্যে সবচেয়ে বড় পুজো এটি । হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষরা সমবেত আয়োজন করে এই পুজোর । তিনি বলেন, "আমাদের থিম নারায়ণের শিব পুজো । 16 ধরনের বাদাম দিয়ে পুজো তুলে ধরা হবে ।"