সোনারপুর, 28 মে: গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে হামলা নিয়ে এবার সরাসরি বাকযুদ্ধে জড়াল তৃণমূল-বিজেপি ৷ নবজোয়ার কর্মসূচিতে শালবনির রাস্তায় অভিষেক বন্দ্যোধ্য়ায়ের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল আদিবাসী কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ এমনকী রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ওঠে ৷ এরপরই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় রাজেশ মাহাতোকে ৷ আর রবিবার ধৃত রাজেশ মাহাতোর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী ৷ যার পালটা খোঁচা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷
অভিষেকের কনভয়ে হামলার পিছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ করেছিল তৃণমূল ৷ আর ঘটনার পর শালবনি গিয়ে সরাসরি ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে, ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই গ্রেফতার করা হয় রাজেশ মাহাতো-সহ আরও বেশ কয়েকজনকে ৷ এদিন ধৃতদের আদালতেও পেশ করে পুলিশ ৷ অন্যদিকে এই ঘটনার পর সোনারপুর থেকে রাজেশ মাহাতোর পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি স্পষ্টতই জানিয়েছেন, এই ঘটনায় যাবতীয় আইনি সহায়তা করতে তাঁরা প্রস্তুত ৷ আর শুভেন্দুর এই বক্তব্যের পরই পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ এদিন টুইট করে কুণাল ঘোষ লিখেছেন, "অভিষেকের কনভয়ে হামলার চক্রান্তে জড়িত থাকার জন্য রাজেশ মাহাত গ্রেফতার। তাঁর সমর্থনে বিবৃতি দিচ্ছে শুভেন্দু অধিকারী ৷ এর থেকেই প্রমাণিত, হামলার পেছনে কারা।"