পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 28, 2023, 10:57 PM IST

ETV Bharat / state

Suvendu Adhikari: রাজেশ মাহাতোর পাশে থাকার বার্তা শুভেন্দুর, পালটা দিলেন কুণাল

অভিষেকের কনভয় হামলায় ধৃত রাজেশ মাহাতোর পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা ৷ দিলেন আইনি সহায়তার বার্তা ৷ আর তা নিয়েই পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র ৷

Etv Bharat
বিরোধী দলনেতা

সোনারপুর, 28 মে: গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কনভয়ে হামলা নিয়ে এবার সরাসরি বাকযুদ্ধে জড়াল তৃণমূল-বিজেপি ৷ নবজোয়ার কর্মসূচিতে শালবনির রাস্তায় অভিষেক বন্দ্যোধ্য়ায়ের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল আদিবাসী কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে ৷ এমনকী রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ওঠে ৷ এরপরই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় রাজেশ মাহাতোকে ৷ আর রবিবার ধৃত রাজেশ মাহাতোর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী ৷ যার পালটা খোঁচা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

অভিষেকের কনভয়ে হামলার পিছনে বিজেপির হাত আছে বলে অভিযোগ করেছিল তৃণমূল ৷ আর ঘটনার পর শালবনি গিয়ে সরাসরি ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে, ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই গ্রেফতার করা হয় রাজেশ মাহাতো-সহ আরও বেশ কয়েকজনকে ৷ এদিন ধৃতদের আদালতেও পেশ করে পুলিশ ৷ অন্যদিকে এই ঘটনার পর সোনারপুর থেকে রাজেশ মাহাতোর পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি স্পষ্টতই জানিয়েছেন, এই ঘটনায় যাবতীয় আইনি সহায়তা করতে তাঁরা প্রস্তুত ৷ আর শুভেন্দুর এই বক্তব্যের পরই পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ এদিন টুইট করে কুণাল ঘোষ লিখেছেন, "অভিষেকের কনভয়ে হামলার চক্রান্তে জড়িত থাকার জন্য রাজেশ মাহাত গ্রেফতার। তাঁর সমর্থনে বিবৃতি দিচ্ছে শুভেন্দু অধিকারী ৷ এর থেকেই প্রমাণিত, হামলার পেছনে কারা।"

আরও পড়ুন:মোদির 'মন কি বাত'-এর দিনে তৃণমূল নিয়ে এলো নবজোয়ার রেডিয়ো

রবিবার বিকালে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ককে নিয়ে রাজপুর থেকে সোনারপুর মোড় পর্যন্ত একটি পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা।এরপর সোনারপুর মোড়ে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভাও করেন তিনি ৷ এদিন প্রতিবাদ সভায় রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, সোনারপুরে শুধু বিজেপি কর্মী-সমর্থকরা আক্রান্ত তা নয়, এখানকার ব্যবসায়ী, নাগরিক, সাধারণ মানুষও আক্রান্ত ৷ এমনকী তৃণমূলের প্রাক্তন বিধায়ক জীবনবাবু পর্যন্ত আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন শুভেন্দু। তাঁর দাবি, জীবনবাবুকে মাঝ রাতে থানায় গিয়ে এফআইআর দায়ের করতে হয়েছে। একই সঙ্গে বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময় সব চেয়ে বেশি তাঁকে বিরক্ত করা হয় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনকে এই কাজের দায়িত্ব দিয়েছেন ৷ তিনি বলেন, "সোনারপুর কে লুঠ করছে এরা। আপনারা জানেন আপনাদের এই মাটি কার জন্য বিখ্যাত এই সোনারপুর। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য বিখ্যাত। কংগ্রেসের একটা পরিবার নেতাজিকে সামনে আসতে দেয়নি ৷"

ABOUT THE AUTHOR

...view details