দক্ষিণ 24 পরগনা, 9 ফেব্রুয়ারি : পৌরভোটে প্রার্থী তালিকা নিয়ে অস্বস্তি ঘাসফুল শিবিরে (TMC Candidate List for Municipal Election) । প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা অব্যাহত রয়েছে । এবার পৌরভোটের মনোনয়নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনায় ।
তৃণমূলের একটি সূত্রের দাবি, সেই কারণে জেলায় সমন্বয়ের দায়িত্ব থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে সরিয়ে দেওয়া হল । দায়িত্ব দেওয়া হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে (kunal ghosh and saokat molla get new responsibility in tmc for s24parganas) ।
তৃণমূল সূত্রে খবর, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েন চলছিল ৷ প্রথম ও দ্বিতীয় তালিকা নিয়ে ইতিমধ্যে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল ঘাসফুল শিবিরকে । যদিও পরে দলের তরফে কোন তালিকা অনুযায়ী মনোনয়ন হবে, তা স্পষ্ট করা হয়৷ তার পরও মনোনয়নেও কেন তালিকা বিভ্রাট হল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ তাই দক্ষিণ 24 পরগনার জেলা নেতৃত্বর কাছ থেকে রিপোর্ট চেয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্ব ৷
অন্যদিকে, দক্ষিণ 24 পরগনা সমন্বয় কমিটির দায়িত্ব পাওয়ায় খুশি ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা । তিনি বলেন, ‘‘দলনেত্রীর নির্দেশকে যথাযথ মান্যতা দিয়ে আমি কাজ করব । দক্ষিণ 24 পরগনার সব ক'টি পৌরসভা জয় লাভ করবে তৃণমূল । আমি দলের একজন সৈনিক । নেত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করব ।’’
আরও পড়ুন :Bengal Civic Polls 2022 : এসডিও দফতরে মনোনয়ন জমা করলেন ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থীরা