পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ নিয়ে দলবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বেছে বেছে তৃণমূল কর্মীদের ত্রিপল দেওয়ার অভিযোগে কুলপিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ BJP-র ।

road block
road block

By

Published : Jun 4, 2020, 3:43 PM IST

কুলপি, 4 জুন : বেছে বেছে তৃণমূল কর্মীদের সরকারি ত্রাণ ও ত্রিপল দেওয়া হচ্ছে । এই অভিযোগে গতকাল কুলপি BDO অফিস ঘেরাও করে BJP । ছিল না কোনও সামাজিক দূরত্ব । 117 নং জাতীয় সড়ক অবরোধ করে রাস্তার উপরে বসে বিক্ষোভও দেখান প্রায় দু'হাজার BJP কর্মী ।

স্থানীয় BJP নেতা প্রবীর রায়ের অভিযোগ, "কুলপির BDO শাসক দলের কথায় কাজ করছে, দেখে দেখে তৃণমূল কর্মীদের ত্রিপল দেওয়া হচ্ছে ।"

একই অভিযোগ তুলে মঙ্গলবার কুলপি BDO অফিস ঘেরাও করেছিল CPI(M) ও কংগ্রেস । স্থানীয় আরও এক BJP নেতা বিকাশ মণ্ডল বলেন, "BDO-কে আমাদের সঙ্গে কথা বলতে হবে । ত্রিপল নিয়ে দলবাজি মানব না । যতক্ষণ না BDO কথা বলবেন ততক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ থাকবে ।"

বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা । তাঁদের দাবি, "এখন পর্যাপ্ত ত্রিপল নেই । পর্যাপ্ত ত্রিপল এলে তবেই সকলকে দেওয়া যাবে । বর্তমানে যা ত্রিপল আছে তা সমস্ত পঞ্চায়েত এলাকায় সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে । আমফানে ক্ষতিগ্রস্ত কাউকেই বঞ্চিত করা হবে না ।" পরে ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে ।

ABOUT THE AUTHOR

...view details