পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

India Book of Records: সবচেয়ে ছোট ছবি আঁকার স্ট্যান্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কাকদ্বীপের কোয়েল

দেশলাই কাঠি দিয়ে সবথেকে ছোট ছবি আঁকার স্ট্যান্ড তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কাকদ্বীপের মেয়ে কোয়েল পুরকাইত ৷ ছোটবেলা থেকে ছবি আঁকা শেখে দ্বাদশ শ্রেণির এই ছাত্রী ৷

Kakdwip girl Koyel Purkait
কাকদ্বীপের মেয়ে কোয়েল পুরকাইত

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 8:39 PM IST

ছবি আঁকার স্ট্যান্ড তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কোয়েল

কাকদ্বীপ, 29 অক্টোবর:দেশলাই কাঠি দিয়ে ছবি আঁকার স্ট্যান্ড ৷ তাও আবার 3.9 সেন্টিমিটারের ৷ সবথেকে ছোট এই ছবি আঁকার স্ট্যান্ড বানিয়েই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল 17 বছরের কোয়েল পুরকাইত । কোয়েল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সুভাষনগরের বাসিন্দা । দ্বাদশ শ্রেণির ছাত্রী সে ৷

বর্তমানে কোয়েল কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে । ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার দিকে বিশেষ আগ্রহ ছিল তার । কোয়েলের বাবা কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন । মাত্র 3 বছর বয়স থেকে কোয়েল ছবি আঁকার শুরু । এরপরে কাকদ্বীপের সুন্দরবন আর্ট অ্যাকাডেমিতে ছবি আঁকা শেখে সে । সেই ছবি আকার প্রতিভাকে কাজে লাগিয়েই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করল কোয়েল । তার এই কৃতিত্বে খুশি পরিবার । কোয়েলের এই কৃতিত্বের খবর পাওয়ার পর থেকেই তাকে সম্বর্ধনা জানাতে বাড়িতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষজন । তবে কোয়েল ছবি আঁকার সুবাদে এই এলাকায় পরিচিত ও বেশ জনপ্রিয়ও ।

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল কাকদ্বীপের কোয়েল

কোয়েলের কথায়, "দু'মাস আগে দেশলাই কাঠি দিয়ে 3.9 সেন্টিমিটারের একটি ছবি আঁকার স্ট্যান্ড তৈরি করি ৷ দিল্লিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সংস্থা কাছে সেটা পাঠাই আমি । এরপর কয়েকদিন আগে ওই সংস্থা থেকে আমার কাছে একটি ইমেল আসে ৷ সেই সংস্থা থেকে জানায় যে আমার এই স্ট্যান্ড জায়গায় করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে । আমার এই কৃতিত্বের পিছনে আমার ছবি আঁকার স্যার দেবরাজ বেরার ভীষণরকম অবদান রয়েছে । সবথেকে ছোট ছবি আঁকার স্ট্যান্ড তৈরি করার বুদ্ধি তার থেকেই এসেছে আমায় মাথায় । আমরা ছবি আঁকার বহু বড় বড় স্ট্যান্ড দেখেছি ৷ কিন্তু ছোট স্ট্যান্ড আমরা দেখিনি । এরপর তিন থেকে চার মাসের অধ্যাবসায়ের পর আমি এই প্রতিভা রপ্ত করতে পেরেছি ।"

দ্বাদশ শ্রেণির ছাত্রীর সাফল্যে খুশি পরিবার

আরও পড়ুন:6 বছর বয়সেই 'লক্ষ্য'ভেদ, এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল রাজস্থানের খুদে

আগামিদিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছবি আঁকা নিয়েই পড়াশোনা করতে চায় এই ছাত্রী । অন্যদিকে মেয়ের এই সাফল্যে খুশি বাধ মানছে না মিঠু পুরকাইতের ৷ তিনি বলেন, "মেয়ের এই সাফল্যে পরিবারের লোকজনেরা সকলেই খুব খুশি । ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাতে বিশেষ পারদর্শী ছিল কোয়েল । পরিবারের পক্ষ থেকে কোয়েলকে ছবি আঁকার বিষয়ে কোনওদিন কোনও বাধা দেওয়া হয়নি ।" এ বিষয়ে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা জানান, কোয়েল কাকদ্বীপের গর্ব । কোয়েলের এই সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ৷

ABOUT THE AUTHOR

...view details