কাশীপুর , 23 এপ্রিল : ভারতে রোজ করোনা সংক্রমণের নয়া রেকর্ড ৷ এরই সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও দৈনিক সংক্রমণ ভাঙছে আগের সব রেকর্ড ৷ প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও ৷
এবার তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্ত হাতে হাল ধরল কাশীপুর থানার পুলিশ ৷ পথচলতি মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, ক্রেতা- বিক্রেতা সবাইকেই প্রাথমিকভাবে মৌখিক সতর্ক করে দেওয়া হল থানার তরফ থেকে । এরপরও মাস্কবিহীন কাউকে দেখলে তাঁদের মাস্ক পড়তে অনুরোধ জানাচ্ছেন তাঁরা ৷ এমনকি মাস্ক কিনেও পথচারীদের মুখে পরিয়েও দিতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের ৷