কাশিপুর, 25 ফেব্রুয়ারি : আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাটের পশ্চিম ঘোষপাড়া এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অসীম ঘোষ। তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তার বাড়ি ওই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা অসীম ঘোষ পেশায় অটোচালক। তিনি এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা দিয়ে ওই আগ্নেয়াস্ত্র কেনেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গুলি ও পাইপগান সহ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত ওই ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র কিনে ছিল তা তাকে জেরা করে খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।