পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙনের জেরে ক্রমশ কমছে দূরত্ব, কপিলমুনি আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর! - Kapilmuni Ashram

Gangasagar: কপিলমুনির মূল আশ্রম বহুবছর আগে সাগরে তলিয়ে গিয়েছিল ৷ বর্তমান কপিলমুনির মন্দিরও এবার সাগরে তলিয়ে যাওয়ার পথে ৷ ভাঙনের জেরে গঙ্গাসাগর এবং কপিলমুনির মন্দিরের দূরত্ব কমে দু’শো মিটারের মধ্যে চলে এসেছে ৷ যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 9:37 PM IST

দূরত্ব কমছে কপিলমুনি আশ্রম ও সাগরের

গঙ্গাসাগর, 26 ডিসেম্বর: ক্রমশ দূরত্ব কমছে কপিলমুনি আশ্রম ও সাগরের ৷ এই দূরত্ব কমাকে কেন্দ্র করে উদ্বিগ্ন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ৷ এই পরিস্থিতিতে দ্রুত স্থায়ী কোনও ব্যবস্থার ভাবনাচিন্তার দাবি উঠেছে ৷ তবে, এই মুহূর্তে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে ৷ মকর সংক্রান্তি উপলক্ষ্যে 10 জানুয়ারি গঙ্গাসাগর মেলা শুরু হবে ৷ তার আগে গঙ্গাসাগরের 2-5 নম্বর স্নানঘাটে অস্থায়ী বাঁধ মেরামতির কাজ চলছে ৷ প্রশাসন সূত্রে খবর, এই মুহূর্তে কপিলমুনির আশ্রম ও সাগরের দূরত্ব কমে 200 মিটারের মধ্যে চলে এসেছে ৷

অস্তিত্ব সংকটের মুখে গঙ্গাসাগরের ঐতিহাসিক কপিলমুনির আশ্রম ৷ একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ও নদী ভাঙনের কারণে সাগর ক্রমশ এগিয়ে আসছে কপিলমুনির মূল মন্দিরের দিকে ৷ নদী ভাঙনের কারণে উদ্বিগ্ন জেলা প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ৷ তবে, এই মুহূর্তে রাজ্যের সেচ দফতর অস্থায়ীভাবে সাগরের বাঁধ মেরামতির ব্যবস্থা করেছে ৷ এর জন্য 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ সেই কাজ এই মুহূর্তে চলছে ৷ পরবর্তী সময়ের জন্য বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

স্থানীয় বাসিন্দা মোকসেদুল খান বলেন, ‘‘আসন্ন গঙ্গাসাগর মেলাকে মাথায় রেখে অস্থায়ীভাবে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে রাজ্য সরকার ৷ কিন্তু, এই অস্থায়ী বাঁধ মেরামতির কাজ কখনও সুরাহা হতে পারে না ৷ কপিলমুনির মন্দিরকে রক্ষা করার জন্য স্থায়ী কংক্রিটের বাঁধ একমাত্র সমাধান ৷ বর্তমান কপিলমুনি মন্দিরের সঙ্গে বঙ্গোপসাগরের দূরত্ব কমে 200 মিটারে এসে দাঁড়িয়েছে ৷ আগে যে দূরত্ব ছিল প্রায় তিন থেকে চার কিলোমিটার ৷ এই নদী ভাঙনের কারণে এর আগেও চারটি মন্দির নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে ৷ ভরা কোটালের সময় কপিলমুনি মন্দির প্রাঙ্গন পর্যন্ত সাগরের জল চলে আসে ৷ একে বাঁচাতে হলে একমাত্র স্থায়ী কংক্রিট বাঁধ দিতে হবে ৷’’

গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল বলেন, ‘‘প্রতিবছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হয় এই কপিলমুনির আশ্রমে ৷ কিন্তু, যেভাবে নদী ভাঙন হচ্ছে, তাতে আগামী দিনে কপিলমুনির মন্দির রক্ষা করা নিয়ে সংশয় রয়েছে ৷ ইতিমধ্যে, গঙ্গাসাগর মেলাকে মাথায় রেখে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এক নম্বর স্নানঘাট থেকে পাঁচ নম্বর স্নানঘাট পর্যন্ত নদীবাঁধ অস্থায়ীভাবে মেরামতির কাজ শুরু হয়েছে ৷ ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী সঙ্গে যুক্ত কপিলমুনি মন্দিরকে রক্ষা করার জন্য স্থায়ী কংক্রিটের নদী বাঁধ প্রয়োজন ৷ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, দিঘার অনুকরণে সমুদ্র সৈকতকে অক্ষত রেখে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক ৷ তাহলে আগামী দিনে কপিলমুনি মন্দিরকে বাঁচানো যাবে ৷’’

আরও পড়ুন:

  1. শীত পড়তেই গঙ্গাসাগরে পরিযায়ী পাখিদের ঢল, মুড়িগঙ্গায় ভেসেলকে পথ দেখায় সাইবেরিয়ার অতিথিরা
  2. গঙ্গাসাগর মেলা ঘিরে তোড়জোড় শুরু, প্রস্তুতি চলছে জোর কদমে
  3. এবারের গঙ্গাসাগর মেলায় অভিনব নিরাপত্তা ব্যবস্থা, বসছে অ্যান্টি ফগ লাইট ও ন্যারোকেটিং সাউন্ড সিস্টেম

ABOUT THE AUTHOR

...view details