পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kapil Muni Temple: নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় উত্তাল সমুদ্র, প্লাবিত কপিল মুনি মন্দির চত্বর

নিম্নচাপের বৃষ্টি ও কোটালের জোড়া ফলায় সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হতে শুরু করেছে । উপকূল তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা ।

Etv Bharat
প্লাবিত কপিলমুনির মন্দির চত্বর

By

Published : Aug 2, 2023, 10:27 PM IST

প্লাবিত কপিলমুনির মন্দির চত্বর

গঙ্গাসাগর, 2 অগস্ট:নিম্নচাপের জেরে শুরু হয়েছে টানা বৃষ্টি ৷ তার উপর চলছে জোয়ার ৷ এই দুইয়ের জোড়া ফলায় সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকায় একাধিক নদীবাঁধে ভাঙন দেখা দিয়েছে ৷ গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির সংলগ্ন এলাকাও সমুদ্রের নোনা জলে প্লাবিত হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজ শুরু করা হয়েছে ৷ উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা ।

দক্ষিণ 24 পরগনার অন্যতম আকর্ষণ কপিল মুনি আশ্রম ৷ সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ৷ তবে শ্রাবণ মাসে ভিড় একটু বেশি থাকে এখানে ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ এই বছরও গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির সংলগ্ন এলাকাতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা । নিরাপত্তার স্বার্থে গঙ্গাসাগরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সেই সকল পর্যটকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে ৷ দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে ফেরি পরিষেবাও ৷

দক্ষিণ 24 পরগনার বকখালি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, মৌসুনি দ্বীপে পর্যটকদের মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীদের সতর্ক করা হচ্ছে ৷ সমুদ্রে নামতেও নিষেধ করা হয়েছে পর্যটকদের । নিম্নচাপের প্রবল বৃষ্টিতে সুন্দরবন উপকূলবর্তী কুলতলি, গোসাবা, মৌসুনি দ্বীপের বালিয়াড়ি-সহ একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে এলাকায় জল ঢোকা শুরু করেছে ।

আরও পড়ুন:পূর্ণিমার ভরা কোটালে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, মেরিন ড্রাইভে পর্যটকদের ভীড়

শুধু সুন্দরবন নয় বিগত দু’দিন ধরে টানা বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় জলমগ্ন হয়ে গিয়েছে । সোনারপুর, বারুইপুর, ক্যানিং, গোসাবা ও ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গা জলমগ্ন । জমা জলের কারণে চরম ভোগান্তির মুখে পড়েছে এলাকাবাসী । প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই জমা জল নিকাশের কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ, আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ABOUT THE AUTHOR

...view details