সুন্দরবন , 26 মে : সুন্দরবনবাসীর কাছে এখনও টাটকা আমফান স্মৃতি ৷ নদীবাঁধ ভেঙে জলের তোড়ে ভেসে গিয়েছিল বহু মানুষের ঘর ৷ সেইসময়ও তাঁরা পাশে পেয়েছিলেন বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়কে ৷ রাজ্যে যখন যশ ভ্রুকুটি হানছে , সেইসময়ও তাঁদের পাশে এসে দাঁড়ালেন বর্ষীয়ান এই নেতা ৷
ইতিমধ্যেই সুন্দরবনে কোভিড হাসপাতাল খুলেছেন তিনি ৷ সামনে বিপর্যয়ের আশঙ্কা ৷ সেই প্রেক্ষিতেই ফেসবুকে পোস্ট করে সুন্দরবনবাসীদের অভয়বাণী দিয়েছেন তিনি ৷ পোস্টে লিখেছেন, " আমি ফিরছি সুন্দরবনে ঝড়ের বিরুদ্ধে তৈরি হতে ৷ " যেমন বলা তেমন কাজ ৷ গতকাল সকাল থেকেই সুন্দরবন এলাকার বাঁধ পরিদর্শনে যান তিনি ৷ বাঁধ মেরামতির কাজে তদারকিও করেন ৷ রাত হয়ে গেলেও ক্লান্ত হননি তিনি ৷ এখানকার মানুষের চিন্তায় উদ্বিগ্ন কণ্ঠে তিনি বলেন , " এখন তো উত্তুরে হাওয়া বইছে ৷ কিন্তু 80 থেকে 100 কিলোমিটার বেগে হাওয়া দিলেই নদীবাঁধ ভেঙে যাবে ৷ প্রবল জলচ্ছ্বাস হবে ৷ জলমগ্ন হবে উপকূলবর্তী বিভিন্ন এলাকা ৷ "