জয়নগর, 17 মে : রাজ্য জুড়ে কার্যত লকডাউন । আর এই কঠিন সময়ে করোনা আক্রান্ত রোগী ও তাঁর পরিবারের পাশে এসে দাঁড়ালেন জয়নগর মজিলপুর টাউন কোভিড সচেতনতা কমিটির সদস্যরা । পৌরসভার প্রশাসনিক চেয়ারম্যান, সদস্য, জয়নগর থানার আইসিসহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গড়া এই বিশেষ কমিটি রবিবার থেকে এক অভিনব উদ্যোগ নিয়েছে ।
জয়নগর মজিলপুর পৌরসভার 14টি ওয়ার্ডের করোনা আক্রান্ত পরিবারের হাতে এই 15 দিন দুবেলা রান্না করা খাবার তুলে দেবে টাউন কোভিড সচেতনতা কমিটি । উল্লেখ্য, জয়নগর মজিলপুর পৌরসভা এলাকায় রবিবার বিকাল পর্যন্ত নথিভূক্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 117 জন ।
জয়নগর মজিলপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ও কোভিড সচেতনতা কমিটির আহ্বায়ক সুজিত সরখেল বলেন,"রবিবার প্রথম দিন দুপুরে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, ডিম ও মাংসের মেনু ছিল । রাতে ডিম, ভাত সবজি থাকবে । এদিন পৌর এলাকার 12টি পরিবারের 39জনকে এই রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে । প্রতিদিনই ডিম, মাছ, মাংস ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এই করোনা আক্রান্ত পরিবারদের । এছাড়া এই সব মানুষদের যে কোনও প্রয়োজনে টাউন কোভিড সচেতনতা কমিটির সদস্যরা আছে ।"