জয়নগর, 20 অগস্ট : করোনা আবহে বিধিনিষেধ মেনে আয়োজন করতে হবে দুর্গাপুজোর ৷ এ নিয়ে জয়নগর থানার অন্তর্গত 129টি দুর্গাপুজো কমিটির সঙ্গে বৈঠক করল স্থানীয় পুলিশ প্রশাসন ৷ সেই সঙ্গে 27টি কালীপুজো কমিটি এবং 8টি জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ এ দিন জয়নগরের শিবনাথ শাস্ত্রী সদনে করোনা পরিস্থিতিতে কীভাবে পুজোর আয়োজন করা হবে, কী কী নিয়ম পালন করতে হবে, সেই সব বিষয়ে পুজো কমিটিরগুলিকে নির্দেশ দেয় প্রশাসন ৷
বৈঠকে জয়নগর থানার পুলিশ আধিকারিকরা, বিডিও, বিদুৎ দফতরের বিএলআরও, জয়নগরের বিধায়ক, জয়নগর 1নং পঞ্চায়েতের সমিতির সভাপতি, দমকল আধিকারিক এবং জয়নগর মজিলপুর পৌরসভার প্রশাসক উপস্থিত ছিলেন ৷ সেখানে পুজো কমিটিগুলিকে সামাজিক দূরত্ববিধি পালনের বিষয়টিকে গুরুত্ব দিতে বলা হয়েছে ৷ সেইসঙ্গে পুজো মণ্ডপে 24 ঘণ্টার জন্য স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয় ৷