মথুরাপুর, 26 জুলাই : বামফ্রন্ট কর্মী রাজু হালদার খুনের মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কর্মী-সমর্থকদের ৷ অবরোধ ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার ৷ কিন্তু এ কী ! নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের মধ্যে কয়েকজনকে দেখা যায় ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর পরে থাকতে ৷ কিন্তু কেন ? তাহলে কি যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শাকসদল রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারছে না ? প্রতিবেশী রাজ্য থেকে পুলিশ নিয়ে আসতে হয়েছে ?
ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর রাজ্য পুলিশের গায়ে রাজু হালদার খুনের 41 দিন কেটে গেলও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত ৷ মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল লালপুর হাই মাদ্রাসার সামনে কান্তি গাঙ্গুলির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বামফ্রন্ট কর্মী-সমর্থকরা ৷ মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় ৷ দু'ঘণ্টা মতো চলে অবরোধ । সমস্যায় পড়ে সাধারণ মানুষ । পুলিশ দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে আশ্বাস দিলে তুলে নেওয়া হবে বলে জানায় অবরোধকরীরা । যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয় ৷ লাঠিধারী পুলিশ থেকে শুরু করে RAF সব মিলিয়ে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা ৷
এবিষয়ে মথুরাপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, ঝাড়খণ্ড পুলিশের বডি প্রোটেক্টর পরা পুলিশকর্মীরা ঝাড়খণ্ডের নন । সবাই রাজ্য পুলিশেরই কর্মী । তাহলে ঝাড়খণ্ড পুলিশ লেখা আছে কেন? জানা যায়, ওই বডি প্রোটেক্টরগুলি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে ৷ তাই সেগুলির গায়ে ঝাড়খণ্ডের স্টিকার লাগানো ছিল ৷ কিন্তু বামফ্রন্টের ওই কর্মসূচির খবর আগে ছিল না ৷ হঠাৎ ঠিক হওয়ায় যে কোনওরকম অশান্তি এড়াতে তড়িঘড়ি মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ৷ তাই তাড়াহুড়োতে অনেকেই ঝাড়খণ্ড পুলিশের ওই স্টিকার ভুলবশত তুলতে ভুলে যায় ৷ সেই কারণেই স্টিকার রয়ে গেছে ৷
গত মাসেই মথুরাপুর থানা লালপুরে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিল রাজু হালদার নামে এক বামফ্রন্টের কর্মী । সেই ঘটনার দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় কান্তি গাঙ্গুলির নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট কর্মীরা । প্রায় ঘণ্টা দুয়েক মতো অবরোধ চলে । এই অবরোধের ফলে সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষ । পুলিশ দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে । অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তবেই বামফ্রন্ট কর্মীরা অবরোধ তুলে নেয় ৷