গোসাবা, 19 জুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের আরও এক বিধায়কের । প্রয়াত হলেন দক্ষিণ 24 পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর ৷ শনিবার রাত 8 টা বেজে 20 মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷ বয়স হয়েছিল 75 বছর । প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে । টুইট করে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
গত মে মাসে বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশের পরেই করোনায় আক্রান্ত হন গোসাবার প্রবীণ বিধায়ক । অন্য অসুস্থতাও ছিল তাঁর । একাধিক শারীরিক জটিলতা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন । সেখানেই চিকিৎসা চলছিল । শেষ পর্যন্ত শনিবার দুপুরে করোনা যুদ্ধে হার মানলেন জয়ন্তবাবু ।
প্রবীণ রাজনীতিবিদের যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল, সেখানকার সিইও (CEO) প্রদীপ ট্যান্ডন বলেন, “গত এক মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করছিলেন জয়ন্ত নস্কর । যদিও শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল ।”