শওকতের এমএলএ কাপের পোস্টারে কালি লেপার অভিযোগ ভাঙড়, 26 নভেম্বর:চলছে এমএলএ কাপ ৷ তারই মাঝে ভাঙড়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পোস্টার ছেঁড়া ও কালি লাগানোর অভিযোগ। ঘটনায় অভিযোগের তির আইএসএফের দিকে ৷ যদিও তৃণমূলের এই অভিযোগকে অস্বীকার করেছে নওশাদ সিদ্দিকীর দল ৷ আইএসএফের পালটা অভিযোগ, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাসন্তী হাইওয়ের বালিগাদা মোড়ে এমএলএ কাপের জন্য শওকত মোল্লার পোস্টার লাগানো গেট তৈরি করেছিলেন উদ্যোক্তারা । ভাঙড় ও ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলিতে লাগানো হয়েছে এই প্রচার গেট। অভিযোগ, বালিগাদা মোড়ে থাকা প্রচার গেটে কে বা কারা রাতের অন্ধকারে পোড়া মবিল লেপে দেয় শওকতের ব্যানারে। এমনকী বেশ কিছু জায়গায় ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ ।
এই ঘটনা প্রসঙ্গে শওকাত মোল্লা বলেন, "আইএসএফ এই কাজ করিয়েছে ৷ তারা পোস্টারে কালি লাগিয়েছে ৷ তবে ছবিতে কালি লাগিয়ে কাজ হবে না ৷ যারা আজ কালি ছিটিয়েছে আগামিদিন ভাঙড়ের মানুষ তাদের মুখে ঝামা ঘষে দেবে । লোকসভা নির্বাচনে মানুষ আইএসএফকে এর জবাব দেবে ৷" স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা আহছান মোল্লা বলেন, "পুলিশকে জানানো হয়েছে । পুলিশ না পারলে আমরাই যা ব্যবস্থা করার করে দেব ।"
অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা রাইনুর হকের বক্তব্য, "আইএসএফের নীতি ও আদর্শ এমন নয় যে বিরোধী দলের পোস্টারে কালি লাগাবে ৷ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ৷ আইএসএফের কর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত নয় ৷ তবে আইন প্রশাসন আছে ৷ যে বা যারা এই কাজ করেছে পুলিশ তদন্তে করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক ।"
আরও পড়ুন:
- বাজি ফাটাতে নিষেধ করায় পুলিশকে ধমক তৃণমূল বিধায়ক শওকত মোল্লার, ভাইরাল ভিডিও
- তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে খুনের হুমকি, তদন্তে পুলিশ
- ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে 'ছোট ভাই' নওশাদকে আমন্ত্রণ শওকত মোল্লার