দক্ষিণ 24 পরগনা, 7 অগস্ট: সাগর, নামখানা, বকখালি, মৌসুনি ও গোসাবার একাধিক নদী বাঁধ মেরামতির কাজ শুরু করল সেচ দফতর ৷ তবে, কিছুটা বাধ্য হয়েই ৷ কারণ, গ্রামবাসীরা চাঁদা তুলে বাঁধ মেরামতি করাচ্ছিলেন ৷ সেই খবর মন্ত্রীর কানে পৌঁছাতেই ঘুম ভাঙল প্রশাসনের ৷ নিমেষের মধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উদ্যোগে সেচ দফতর বাঁধ মেরামতিতে নেমেছে ৷
গত 1 অগস্ট পূর্ণিমার ভরা কোটাল ও লাগাতার বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনায় হুগলি নদী সংলগ্ন বাঁধগুলিতে ভাঙন দেখা দিয়েছিল ৷ অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তার পরেই বেশ কিছু এলাকায় গ্রামবাসীরা নিজেরা বাঁধ মেরামতির কাজ শুরু করেছিলেন ৷ সেই খবর পেয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সেচ দফতরকে বিষয়টি জানান ৷
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘পূর্ণিমার ভরা কোটালের জেরে নদীতে জলস্ফীতি দেখা দিয়েছিল ৷ বহু জায়গায় নদী বাঁধ ভেঙে গ্রামের মধ্যে নদীর নোনা জল ঢুকে গিয়েছিল ৷ একাধিক জায়গায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করে দিয়েছিলেন ৷ সেই কথা আমার কানে আসতেই দ্রুততার সঙ্গে বেহাল নদী বাঁধগুলি মেরামতির ব্যবস্থা করি ৷ আজ থেকে সেই কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷’’ তিনি দাবি করেছেন, অমাবস্যার কোটালের আগে নদী বাঁধের অধিকাংশ মেরামতির কাজ শেষ হয়ে যাবে ৷